সংবাদ শিরোনাম ::
সাভারে কাপড়ের গোডাউনে আগুন, দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে
ডেইলি আর্থ অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৫:২০:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
- / 95
সাভারে ‘মরিয়ম বেগম’ নামে একটি কাপড়ের গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সাভার পৌর এলাকার বাজার বাসস্ট্যান্ডের রাজভোগ সুইটমিটের তৃতীয় তলায় এ অগ্নিকাণ্ড ঘটে।
তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, রাত সাড়ে ১১টার দিকে সাভার পৌর এলাকার বাজার বাসস্ট্যান্ডের একটি ভবনের তৃতীয় তলায় কাপড়ের গোডাউনে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে সাভার ফায়ার সার্ভিসের ২ ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, কাপড়ের গোডাউনে আগুনের খবরে ২ ইউনিট প্রায় দেড় ঘণ্টা কাজ করে রাত ১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ নিশ্চিত করা সম্ভব হয়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
নিউজটি শেয়ার করুন