ইসলামের জন্য ছেড়েছিলেন অভিনয় ॥ দেড় বছরের মাথায় ফের অন্তঃসত্ত্বা সানা খান
- আপডেট সময় : ০১:২৯:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
- / 81
ধর্মীয় পথে চলার জন্য বলিউড ত্যাগ করেছিলেন সানা খান। এরপর বিয়ে করেন দুবাই-নিবাসী মৌলানা মুফতি আনাস সৈয়দকে। সংসার জীবন শুরু হয় তাঁদের। গত বছরের জুলাই মাসে সানা পুত্রসন্তান জন্ম দেন। এবার ছেলের বয়স দেড় বছর পার না হতেই ফের অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানালেন তিনি।
মুম্বইয়ের ধারাভি এলাকার মেয়ে সানা। বলিউডে তাঁর সফর শুরু হয় কম বাজেটের হিন্দি সিনেমার মাধ্যমে। পরে তিনি একাধিক হিন্দি, তামিল ও তেলুগু সিনেমায় অভিনয় করেন। এই তালিকায় রয়েছে ‘হল্লা বোল’, ‘জয় হো’, এবং ‘টয়লেট: এক প্রেম কথা’র মতো জনপ্রিয় সিনেমা। এছাড়া তিনি ‘বিগ বস’, ‘ফিয়ার ফ্যাক্টর’-এর মতো রিয়ালিটি শো এবং ‘স্পেশাল অপস’ সিরিজেও কাজ করেছেন।
২০২০ সালের ৮ অক্টোবর সানা আচমকাই সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন যে তিনি গ্ল্যামার দুনিয়া ছেড়ে দিচ্ছেন। তাঁর দীর্ঘ পোস্টে সানা জানান, বহু বছর বিনোদন জগতে কাজ করে যে খ্যাতি, অর্থ এবং সম্মান তিনি পেয়েছেন, তার জন্য তিনি কৃতজ্ঞ। কিন্তু কিছুদিন ধরেই তাঁর মনে হচ্ছে কিসের জন্য এই খ্যাতি আর অর্থ উপার্জন? যেকোনও সময় মৃত্যু আসতে পারে, মানুষের কি তা নিয়ে ভাবা উচিত নয়? নিজের প্রিয়জনদের জন্য বেঁচে থাকা এবং মানবিক কাজ করার উদ্দেশ্যে তিনি বুঝতে পারেন যে, এই জীবন-মৃত্যুর দোটানাই জীবনের একমাত্র উদ্দেশ্য নয়। মানুষের জন্য অনেক কিছু করার আছে।
এই উপলব্ধি থেকেই বলিউড ছেড়ে ধর্মীয় সাধনার পথে পা বাড়ান সানা। তিনি অনুরোধ করেন, কেউ যেন তাঁকে আর অভিনয়ে ফিরতে উৎসাহিত না করেন বা কাজের জন্য কোনও প্রস্তাব না দেন। তবে অভিনয় ছাড়লেও তিনি একেবারে স্পটলাইট থেকে সরে যাননি। স্বামী মৌলানা মুফতি আনাসের সঙ্গে তাঁর সংসার জীবনের বিভিন্ন মুহূর্ত তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে যান।
গত বছরের ৫ জুলাই সানা ও আনাসের প্রথম সন্তান সৈয়দ তারিক জামিলের জন্ম হয়। শুক্রবার, সানা জানালেন তারিক এবার বড় দাদা হতে চলেছে। তিনি এই সুখবরটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিজের পরিবারের জন্য সকলের কাছে দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করেছেন।
নিউজটি শেয়ার করুন