ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

 

সারা এখন অতীত! গিলের সঙ্গে ডেট করতে চাইছেন এই বলি সুন্দরী

ডেইলি আর্থ অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:২৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
  • / 71

Jaiswal Pragya and Shubman Gill

ডেইলি আর্থ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

ভারতীয় ক্রিকেটের প্রিন্স বলে তিনি পরিচিত। ২২ গজে তাঁর ব্যাট দ্যুতি ছড়ায়। আর ২২ গজের বাইরে তিনি ঝড় তোলেন একঝাঁক তরুণীদের মনে। বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়, যে কে এই ক্রিকেটার? তাও পরিষ্কার করা যাক তিনি কে।

কথা হচ্ছে শুভমন গিলকে (Shubman Gill) নিয়ে। ভারতের তরুণ তুর্কি বাইশ গজে যেমন উজ্জ্বল, তেমন মাঠের বাইরেও ছক্কা হাঁকাতে ওস্তাদ। স্টাইল স্টেটমেন্টের দিক থেকে বলিউড তারকাদেরও পিছনে ফেলে দেন গিল। তিনি কি ডেট করছেন কারও সঙ্গে? তাঁর অনুরাগীদের মনে মাঝে মাঝেই এই প্রশ্ন আসে। এ বার বলিউডের এক সুন্দরী খোদ জানিয়েছেন তিনি শুভমনের সঙ্গে ডেট করতে চান। কে তিনি?

সচিন তেন্ডুলকরের মেয়ে সারার সঙ্গে অতীতে শুভমনের নাম জড়িয়েছে। তাঁদের অনুরাগীরা এই জুটির ইন্সটাগ্রাম পোস্টের লোকেশনে মিল পেয়ে দুইয়ে দুইয়ে চার করার চেষ্টা করেছেন। অবশ্য গিল বা সচিন-কন্যা কখনও নিজেদের মুখে তাঁদের প্রেমের কথা স্বীকার করেননি।

এই সবের মাঝে রটেছিল সইফ আলি খানের মেয়ে সারা আলি খান মন দিয়ে বসেছেন গিলকে। তাঁরা একে অপরের সঙ্গে লুকিয়ে দেখাও নাকি করেছেন এয়ারপোর্টে। সে ছবিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল। কিন্তু সেই সম্পর্কও হয়তো ততটা গভীর হয়নি। এক্ষেত্রেও গিল ও সারা আলি খান প্রকাশ্যে কিছু বলেননি। এ বার এক বলিউড অভিনেত্রী সোজাসুজি জানিয়েছেন, তিনি শুভমন গিলের সঙ্গে ডেট করতে চান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড অভিনেত্রী প্রজ্ঞা জয়সওয়াল জানিয়েছেন, শুভমন গিলকে তাঁর কিউট মনে হয়। এবং তিনি সিঙ্গল। তা হলে গিলের সঙ্গে তাঁর ডেট করতে কোনও সমস্যা নেই। অক্ষয় কুমার অভিনীত ‘খেল খেল মে’ সিনেমায় অভিনয় করেছেন প্রজ্ঞা।

Filmygyan-কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রজ্ঞা বলেছেন, ‘ও মিষ্টি। আর আমি তো সিঙ্গল। তাই ওর সঙ্গে ডেট করতে আমার সমস্যা নেই। আর কোনও ক্রিকেটারের পক্ষে বা বিপক্ষে আমি নই। যদি কেউ ভালো মানুষ হয়, তাঁর সঙ্গে খানিক সময় কাটানোই যায়।’ এ বার দেখার ভবিষ্যতে কি গিল ও প্রজ্ঞাকে একসঙ্গে দেখা যায়? নেটিজ়েনরা বলছে, দুই তারকার অনুরাগীরা খুশিই হবেন তাতে।

 

নিউজটি শেয়ার করুন

 

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

 

ট্যাগস :

 

 

সারা এখন অতীত! গিলের সঙ্গে ডেট করতে চাইছেন এই বলি সুন্দরী

আপডেট সময় : ০৫:২৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪

 

ভারতীয় ক্রিকেটের প্রিন্স বলে তিনি পরিচিত। ২২ গজে তাঁর ব্যাট দ্যুতি ছড়ায়। আর ২২ গজের বাইরে তিনি ঝড় তোলেন একঝাঁক তরুণীদের মনে। বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়, যে কে এই ক্রিকেটার? তাও পরিষ্কার করা যাক তিনি কে।

কথা হচ্ছে শুভমন গিলকে (Shubman Gill) নিয়ে। ভারতের তরুণ তুর্কি বাইশ গজে যেমন উজ্জ্বল, তেমন মাঠের বাইরেও ছক্কা হাঁকাতে ওস্তাদ। স্টাইল স্টেটমেন্টের দিক থেকে বলিউড তারকাদেরও পিছনে ফেলে দেন গিল। তিনি কি ডেট করছেন কারও সঙ্গে? তাঁর অনুরাগীদের মনে মাঝে মাঝেই এই প্রশ্ন আসে। এ বার বলিউডের এক সুন্দরী খোদ জানিয়েছেন তিনি শুভমনের সঙ্গে ডেট করতে চান। কে তিনি?

সচিন তেন্ডুলকরের মেয়ে সারার সঙ্গে অতীতে শুভমনের নাম জড়িয়েছে। তাঁদের অনুরাগীরা এই জুটির ইন্সটাগ্রাম পোস্টের লোকেশনে মিল পেয়ে দুইয়ে দুইয়ে চার করার চেষ্টা করেছেন। অবশ্য গিল বা সচিন-কন্যা কখনও নিজেদের মুখে তাঁদের প্রেমের কথা স্বীকার করেননি।

এই সবের মাঝে রটেছিল সইফ আলি খানের মেয়ে সারা আলি খান মন দিয়ে বসেছেন গিলকে। তাঁরা একে অপরের সঙ্গে লুকিয়ে দেখাও নাকি করেছেন এয়ারপোর্টে। সে ছবিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল। কিন্তু সেই সম্পর্কও হয়তো ততটা গভীর হয়নি। এক্ষেত্রেও গিল ও সারা আলি খান প্রকাশ্যে কিছু বলেননি। এ বার এক বলিউড অভিনেত্রী সোজাসুজি জানিয়েছেন, তিনি শুভমন গিলের সঙ্গে ডেট করতে চান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড অভিনেত্রী প্রজ্ঞা জয়সওয়াল জানিয়েছেন, শুভমন গিলকে তাঁর কিউট মনে হয়। এবং তিনি সিঙ্গল। তা হলে গিলের সঙ্গে তাঁর ডেট করতে কোনও সমস্যা নেই। অক্ষয় কুমার অভিনীত ‘খেল খেল মে’ সিনেমায় অভিনয় করেছেন প্রজ্ঞা।

Filmygyan-কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রজ্ঞা বলেছেন, ‘ও মিষ্টি। আর আমি তো সিঙ্গল। তাই ওর সঙ্গে ডেট করতে আমার সমস্যা নেই। আর কোনও ক্রিকেটারের পক্ষে বা বিপক্ষে আমি নই। যদি কেউ ভালো মানুষ হয়, তাঁর সঙ্গে খানিক সময় কাটানোই যায়।’ এ বার দেখার ভবিষ্যতে কি গিল ও প্রজ্ঞাকে একসঙ্গে দেখা যায়? নেটিজ়েনরা বলছে, দুই তারকার অনুরাগীরা খুশিই হবেন তাতে।