হাসিনার দলকে ক্ষমা করা, মুগ্ধ- সাঈদের রক্তের সাথে বেইমানি- শামীম সাঈদী
- আপডেট সময় : ১১:২৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
- / 18
হাসিনার দলকে ক্ষমা করা, মুগ্ধ- সাঈদের রক্তের সাথে বেইমানি করা বলে ফেসবুক পোস্ট দিয়েছেন পিরোজপুরের দুবারের সাবেক সংসদ সদস্য মাওলানা সাঈদীর সুযোগ্য মেজো ছেলে আলহাজ্ব শামীম সাঈদী তিনি-বলেছেন, ‘ছাত্রজনতার আন্দোলনে শেখ হাসিনার নির্দেশে যাদের গুলি করে হত্যা করা হয়েছে তাদের হত্যাকারীদের ক্ষমা করলে আবু সাইদ ও মুগ্ধ ও নিহতদের আত্মার সঙ্গে বেইমানি করা হবে।’
আরও বলেন গণহত্যাকারীদের কিসের আবার কিসের ক্ষমা
শামীম সাঈদীর পোস্টে আরও বলেন, সাজানো ‘ট্রাইবুনাল করে জামায়াতের শীর্ষ নেতাদের বিচারের নামে হত্যা করা হয়েছে। প্রতিটি হত্যার বিচার করতে হবে, প্রতিটি অপরাধের বিচার করতে হবে। যদি শেখ হাসিনাসহ অপরাধীদের বিচার করা না হয় তাহলে বাংলাদেশ কবরস্থানে পরিণত হবে।’
তিনি আরও হাসপাতালে নিহতরা সবার কিন্তু আহতরা কাদের তাদের কেন এখন উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হচ্ছে না
শামীম সাঈদী বলেন, ‘আমি আগেও বলেছি নিরপরাধ কেউ যেন মামলার শিকার না হয়, কিন্তু যারা অপরাধী তাদের ক্ষমা করা যাবে না।’
তিনি জামায়াতের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না। আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের কাজ করতে দিন। ঊর্ধ্বতন দায়িত্বশীলদের নির্দেশ অনুযায়ী সামনের দিন চলার জন্য আহ্বান জানাই ।’
বিশেষ প্রতিনিধ
01321931029
নিউজটি শেয়ার করুন