ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল প্রাইভেটকার, নিহত ৫

- আপডেট সময় : ০৮:৪৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
- / 83
শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে ঢাকা-মাওয়া এক্সপ্রসেওয়রে ধলশ্বেরী টোল প্লাজায় সড়ক র্দুঘটনায় ৫ জন নহিত হয়ছেনে। এ ঘটনায় আহত হয়ছেনে আরও ১০ জন।
জানা গেছে, সকালে ধলেশ্বরী টোল প্লাজায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে পথচারীসহ ৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১০ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীনগর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, শুক্রবার বেলা ১১টার দিকে এক্সপ্রেসওয়েতে টোল পরিশোধের জন্য দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেটকারাকে পেছন থেকে ঢাকা-কুয়াকাটা রুটের বেপারী পরিবহণের একটি বাস ধাক্কা দেয়। এসময় সামনে থাকা গাড়িগুলো দুমড়ে মুচড়ে যায়। প্রাইভেটকারের ভেতরে আটকা পড়ে ঘটনাস্থলেই নিহত হন একজন। বাকিদের ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয় বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা।
নিহত ব্যক্তিরা হলেন মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নন্দনকোনা গ্রামের বাসিন্দা ইকবাল হোসেনের স্ত্রী আমেনা আক্তার (৪৫), তার মেয়ে ইসরাত জাহান (২৬) ও রিহা মনি (১১), রাজধানীর কদমতলীর জুরাইন এলাকার বাসিন্দা মো. সোহাগের ছেলে আইয়াজ হোসেন (২) ও রাজধানীর হাতিরঝিল এলাকার বাসিন্দা সুমন মিয়ার ছেলে মো. আবদুল্লাহ (৭)।
আহতরা হলেন নিহত আমেনা আক্তারের মেয়ে অনামিকা আক্তার (২৪), কদমতলীর জুরাইন এলাকার বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে নুর আলম (২৮) ও তার মেয়ে ফাহমিদা আক্তার (১৭)।
ঢাকার কেরানীগঞ্জে ধলেশ্বরী সেতুর টোল প্লাজা অবস্থিত। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে বলে জানান হাঁসাড়া হাইওয়ে থানার ওসি আবদুল কাদের জিলানি।