বিশ্বে বায়ুদূষণে ঢাকা শীর্ষে, বায়ুমান ‘দুর্যোগপূর্ণ’
- আপডেট সময় : ০৭:০৯:১৫ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
- / 6
বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ শীর্ষ স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বিশ্বের ১২৫টি নগরীর মধ্যে বায়ুদূষণে এদিন শীর্ষে রয়েছে শহরটি। রবিবার (৫ জানুরারি) সকাল সোয়া ৮টার দিকে আইকিউএয়ার মানসূচকে ঢাকার বায়ুর মান ৪৯৩। বায়ুর এই মানকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।
সকালের দিকে এতটা ভয়ানক দূষণ সাম্প্রতিক সময়ে দেখা যায়নি। আজ বিশ্বে বায়ুদূষণে ৩৫৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ইরাকের বাগদাদ। এরপর ভিয়েতনামের হ্যানয়ের স্কোর ২১৯। আজ দেশের অন্য বিভাগীয় শহরের মধ্যে চট্টগ্রামের বায়ুর মান ১২৬, রাজশাহীতে ১৬৯ আর খুলনায় ১৭৩।
ঢাকার বায়ুর সার্বিক যে মান, তা তো ভয়ানক। আর নগরীর কিছু কিছু স্থানে আজ দূষণের মান দেখলে চোখ কপালে ওঠার জোগাড়। রাজধানী ও আশপাশের তিনটি সর্বোচ্চ দূষিত এলাকার মধ্যে আছে গুলশান লেক পার্ক (৭৬৯), গুলশান-২–এর রব ভবন (৭২৮) ঢাকার মার্কিন দূতাবাস এলাকা (৭০৬)।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
আজ সকালে শুধু নয়, গতকাল শনিবার রাত ১০টার পর থেকেই এ স্কোর ৩০০–এর বেশি ছিল। আজ ভোর ৫টার দিকে তা ৫৭৫ পর্যন্ত উঠে গিয়েছিল। রাত ১০টার দিকে ছিল ৩৭৫। শুধু দিবাগত রাত ২টা থেকে ৩টা পর্যন্ত তা ২৭৬–এ নেমে গিয়েছিল।
বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে। সেই সতর্কবার্তায় নগরবাসীর উদ্দেশে আইকিউএয়ারের পরামর্শ, বাইরে বেরোলে সুস্বাস্থ্যের জন্য অবশ্যই মাস্ক পরতে হবে।
নিউজটি শেয়ার করুন