রিতু মনির অনন্য লড়াইয়ে নাটকীয় জয়, শীর্ষে বাংলাদেশ

- আপডেট সময় : ০৩:২৯:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
- / 12
২৩৬ রানের লক্ষ্য। নারীদের ক্রিকেটে এটাকে বড়ই বলা যায়। তার ওপর ৯৪ রানে ৫ উইকেট হারিয়ে বসেছিল বাংলাদেশ। ১৮৬ রানে নেই ৮ উইকেট-পরিস্থিতি তখন একেবারেই প্রতিকূলে।
তবু হাল ছাড়েননি রিতু মনি। সাহস আর দৃঢ়তায় এগিয়ে গিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন তিনি।
তাঁর অপরাজিত ৬৭ রানের ইনিংসে বাংলাদেশ পেল নাটকীয় এক জয়, ১০ বল হাতে রেখে ২ উইকেটে হারালো আয়ারল্যান্ডকে।
এই জয়ে বিশ্বকাপ বাছাইপর্বে টানা দ্বিতীয় জয়ের মাধ্যমে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেল নিগার সুলতানা জ্যোতির দল, পেছনে ফেলল স্বাগতিক পাকিস্তানকেও।
৬১ বলে ৬ চার ও ১ ছক্কায় রিতু মনি শেষ করলেন ইনিংস। ম্যাচের শেষ বলটি পাঠালেন ছক্কায়, যেন নিজের ইনিংসের মতো জয়েরও ছাপ রেখে গেলেন।
তার আগে ৫১ রানের ইনিংস খেলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ৬৮ বলে খেলা এই ফিফটির পর যখন তিনি সাজঘরে ফেরেন, দল তখনও গভীর সংকটে—৯৪ রানে নেই ৫ উইকেট।
সেই অবস্থায় রিতুর সঙ্গে গুরুত্বপূর্ণ ২৮ রান যোগ করেন ফাহিমা খাতুন। শারমিন আক্তার করেন ২৪ রান, যা দলকে প্রাথমিক ধাক্কা সামলে নেওয়ার আত্মবিশ্বাস জুগিয়েছিল।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে আয়ারল্যান্ড তোলে ৮ উইকেটে ২৩৫ রানের চ্যালেঞ্জিং স্কোর। লরা ডেলানি করেন সর্বোচ্চ ৬৩ রান।
এছাড়া ওরলা প্রিঙ্গারগেস্ট ৪১, অ্যামি হান্টার ৩৩ এবং গ্যাবি লুইস ২৪ রান করেন। শেষদিকে আরলেনে কেলের ঝড়ো ১৭ বলে ২৪ রানে ভর করে বড় সংগ্রহে পৌঁছায় আইরিশরা।
বাংলাদেশের হয়ে রাবেয়া খান নেন ৩ উইকেট, ফাহিমা খাতুন ২টি এবং জান্নাতুল ফেরদৌস ১টি উইকেট শিকার করেন।
টানা দুই ম্যাচ জিতে এখন ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে বাংলাদেশ। পরের ম্যাচে নিজেদের ফর্ম ধরে রাখাই এখন লক্ষ্য জ্যোতির দলের।