ফিলিস্তিনপন্থী বিক্ষোভ দমনে হাভার্ডের ২২০ কোটি ডলারের তহবিল স্থগিত করল ট্রাম্প প্রশাসন

- আপডেট সময় : ০৬:৪৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
- / 3
ফিলিস্তিনপন্থী বিক্ষোভ দমন এবং হোয়াইট হাউসের শর্ত মানতে অস্বীকৃতি জানানোয় হাভার্ড বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ ২.২ বিলিয়ন মার্কিন ডলারের (প্রায় ২২০ কোটি) কেন্দ্রীয় তহবিল স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলন ও ডাইভার্সিটি বন্ধে প্রোগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রায় ২.৩ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের কেন্দ্রীয় তহবিল স্থগিত করে দিল ট্রাম্প সরকার।
স্থগিত হওয়া অর্থের মধ্যে রয়েছে ২.২ বিলিয়ন ডলারের গবেষণা অনুদান এবং ৬০ মিলিয়ন ডলারের সরকারি চুক্তি।
মার্কিন শিক্ষা দপ্তরের অ্যান্টিসেমিটিজম টাস্ক ফোর্সের দাবি, হাভার্ডের প্রতিক্রিয়া থেকেই স্পষ্ট, দেশের অভিজাত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এক ধরনের ‘অধিকারবোধ’ গড়ে উঠেছে, যা প্রশাসনের কাছে গ্রহণযোগ্য নয়।
এর আগে সোমবার হাভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অ্যালান গারবার একটি খোলা চিঠিতে জানান, কোনও ধরনের রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করবে না হাভার্ড।
তিনি লেখেন, “আমরা আমাদের শিক্ষাগত স্বাধীনতা বিকিয়ে দেব না। কী পড়ানো হবে, কে পড়াবেন বা কে ভর্তি হবেন এসব সিদ্ধান্ত নেবে হাভার্ড, সরকার নয়।”
চিঠিটির প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই হাভার্ডের ফেডারেল তহবিল স্থগিত করার ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন।
শুক্রবার এক আনুষ্ঠানিক চিঠিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাভার্ডের প্রশাসনিক কাঠামো, ভর্তি নীতি, ডাইভার্সিটি ইনিশিয়েটিভ এবং ছাত্র সংগঠনগুলোর স্বীকৃতি পুনর্মূল্যায়নের নির্দেশ দেন।
তিনি সতর্ক করেন, এই অবস্থায় বিশ্ববিদ্যালয়ের ৯ বিলিয়ন ডলারের বেশি অনুদানও ঝুঁকির মুখে পড়তে পারে।
হাভার্ডের সঙ্গে ট্রাম্প প্রশাসনের এই বিরোধ স্পষ্টভাবে উত্তপ্ত রূপ নিয়েছে। এর আগেও কলম্বিয়া বিশ্ববিদ্যালয়কে একই ধরনের চাপে নীতিগত পরিবর্তন করতে বাধ্য করা হয়।
পাশাপাশি পেনসিলভানিয়া, ব্রাউন এবং প্রিন্সটনের মতো বেশ কয়েকটি অভিজাত বিশ্ববিদ্যালয়ও প্রশাসনের নজরদারিতে রয়েছে।