জুলাইয়ের মধ্যে নির্বাচনের কর্মপরিকল্পনা ঘোষণা করবে ইসি

- আপডেট সময় : ০৮:০৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
- / 8
আগামী জুলাইয়ের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পূর্ণাঙ্গ রোডম্যাপ বা কর্মপরিকল্পনা (অ্যাকশন প্ল্যান) প্রকাশ করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম।
বুধবার রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, চলতি বছরের ডিসেম্বর মাসে নির্ধারিত জাতীয় নির্বাচনের জন্য ইসি ইতোমধ্যে সবধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনী আইন ও আচরণবিধি সংশোধন, আসন পুনর্বিন্যাস, নতুন দল নিবন্ধনসহ যাবতীয় কার্যক্রম চলমান রয়েছে।
“জুলাইয়ের মধ্যে আমরা নির্বাচনপূর্ব সব প্রস্তুতির একটি সমন্বিত কর্মপরিকল্পনা জনসম্মুখে প্রকাশ করতে চাই। এই পরিকল্পনাকে আমরা রোডম্যাপ নয়, বরং ওয়ার্ক প্ল্যান হিসেবে দেখছি,” বলেন কমিশনার আনোয়ারুল।
তিনি জানান, ডিসেম্বরে ভোটগ্রহণের লক্ষ্য সামনে রেখে কাজগুলো ধাপে ধাপে এগোচ্ছে। এর অংশ হিসেবে প্রাথমিকভাবে ভোটার তালিকার তথ্য, আসনের প্রশাসনিক বিন্যাস এবং দলগুলোর নিবন্ধনের প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ প্রসঙ্গে কমিশনার বলেন, “নির্বাচনী তফসিল ঘোষণার আগেই স্টেকহোল্ডারদের সঙ্গে বসা হবে।
নতুন যারা নিবন্ধনের আবেদন করেছে, তাদের যাচাই-বাছাই শেষে পুরোনো দলগুলোর সঙ্গেও বসা হবে। নিবন্ধন সম্পন্ন হলে সংলাপ হতে পারে আগস্ট-সেপ্টেম্বর মাসে, অথবা সম্ভব হলে তারও আগে।”
তিনি আরও জানান, বর্তমানে তিনটি নতুন দল নিবন্ধনের জন্য আবেদন করেছে এবং সময় বাড়ানোর অনুরোধ জানিয়েছে।
তবে এখন পর্যন্ত সিদ্ধান্ত অনুযায়ী, ২০ এপ্রিল পর্যন্তই আবেদন গ্রহণ করা হবে। সময়সীমা বাড়ানো হবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত আসবে পরবর্তীতে।
ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে কমিশনার বলেন, “তফসিল ঘোষণার আগেই যেসব তরুণ ১৮ বছর পূর্ণ করবে, তাদের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করতে চাই।
তবে এর জন্য প্রয়োজন হবে বিদ্যমান আইনের সংশোধন, যা এবার প্রথমবারের মতো উদ্যোগ হিসেবে নেওয়া হচ্ছে।”
নির্বাচন কমিশন তাদের দায়িত্ব গ্রহণের পর থেকেই একটি নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী কাজ করছে বলেও জানান মো. আনোয়ারুল ইসলাম।
সরকারের নির্ধারিত সময়সীমা অনুযায়ীই সব কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে বলে আশ্বস্ত করেন তিনি।