২০২৮ অলিম্পিকে ক্রিকেট ভেন্যু চূড়ান্ত

- আপডেট সময় : ০৮:২৮:৫০ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
- / 11
২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেট ইভেন্ট অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের পোমোনা শহরে।
ওয়েস্ট কোস্টের এই শহরের ফেয়ারগ্রাউন্ডে অস্থায়ীভাবে নির্মিত হবে ক্রিকেটের জন্য নির্ধারিত ভেন্যু, এমনটাই ঘোষণা দিয়েছে এলএ২৮ আয়োজক কমিটি।
এক দশকেরও বেশি সময় পর অলিম্পিকে ক্রিকেট ফেরায় উচ্ছ্বাস প্রকাশ করেছে আয়োজকরা।
এলএ২৮ কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, “টি-টোয়েন্টি ফরম্যাটে ক্রিকেট একটি বৈশ্বিক জনপ্রিয় ইভেন্ট, এবং আমরা গর্বিত যে ২০২৮ অলিম্পিকে এটিকে অন্তর্ভুক্ত করতে পেরেছি।
পোমোনার ফেয়ারগ্রাউন্ডে অস্থায়ী ভেন্যু তৈরি করে এই ঐতিহাসিক ইভেন্টকে আয়োজনের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।”
২০২৮ অলিম্পিকে পুরুষ ও নারী দুই বিভাগেই ছয়টি করে দল অংশ নেবে। ১৯০০ সালের পর প্রথমবারের মতো ক্রিকেট ফিরছে অলিম্পিকের মঞ্চে দীর্ঘ ১২৮ বছর পর।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এক বিবৃতিতে চেয়ারম্যান জয় শাহ বলেন, “ক্রিকেট বিশ্বজুড়ে অসাধারণ জনপ্রিয়। তাই অলিম্পিকে এর প্রত্যাবর্তন অত্যন্ত ইতিবাচক ও আশাজাগানিয়া। টি-টোয়েন্টির আকর্ষণীয় ফরম্যাট নতুন দর্শকদের ক্রিকেটের প্রতি আগ্রহী করে তুলবে। এলএ২৮ আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানাই, এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকেও ধন্যবাদ জানাই তাদের সহায়তার জন্য। ক্রিকেটের সফল আয়োজন নিশ্চিত করতে আইসিসি পূর্ণ সহযোগিতা করবে।”
প্রথমে ক্রিকেট ইভেন্টগুলো নিউইয়র্কে আয়োজনের পরিকল্পনা করা হলেও পরবর্তীতে এলএ২৮ কর্তৃপক্ষ পোমোনাকে চূড়ান্ত ভেন্যু হিসেবে নির্ধারণ করে।
উল্লেখযোগ্য যে, গত বছর নিউইয়র্কে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে আটটি ম্যাচ আয়োজন করা হয়েছিল।
ক্রিকেটের অলিম্পিক প্রত্যাবর্তন শুধু ইতিহাসের পুনরাবৃত্তি নয়, বরং নতুন প্রজন্মের সঙ্গে এই খেলার একটি নতুন অধ্যায় শুরু হওয়ার বার্তাও বহন করছে।