গুমের শিকার ৩০০ মানুষকে হত্যা করা হয়েছে, দাবি প্রধান কৌঁসুলির

- আপডেট সময় : ০৬:১১:৫১ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
- / 2
মানবতাবিরোধী অপরাধের মামলায় ‘জোরপূর্বক গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের’ অভিযোগে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৪ জুন দিন নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন।
এই মামলার অন্যতম আসামি হিসেবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
শুনানিকালে ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম দাবি করেন, “গত ১৫ বছরে শত শত জোরপূর্বক গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
তদন্ত সংস্থা এখন পর্যন্ত প্রায় ২০০টি গুমের ঘটনার তদন্তের শেষ পর্যায়ে রয়েছে এবং আরও আট-নয় শত গুমের তথ্য প্রাপ্ত হয়েছে। এদের মধ্যে গুমের শিকার অন্তত ৩০০ জনকে হত্যা করা হয়েছে।”
তিনি আরও জানান, এসব ঘটনার তথ্য-প্রমাণ সংগ্রহে তদন্ত সংস্থা কাজ চালিয়ে যাচ্ছে। পাশাপাশি, চূড়ান্ত প্রতিবেদন জমার জন্য ট্রাইব্যুনালের কাছে দুই মাস সময় চাওয়া হয়েছে।
প্রধান কৌঁসুলির বক্তব্য অনুযায়ী, এই মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এরই মধ্যে জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানান।