দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
- আপডেট সময় : ১১:৩২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ৪৯ বার পড়া হয়েছে
বাগেরহাটের শরণখোলায় দ্বিতীয় বিয়ের করার চার দিন পর মোহাম্মদ আলী খান (৭৫) নামে এক বৃদ্ধকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) দিবাগত গভীর রাতে তার নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
ঘটনার পর থেকে নিহতের দুই ছেলে পলাতক রয়েছেন। মোহাম্মদ আলী খান ভাপারনপাড় গ্রামের মৃত হাশেম আলী খানের ছেলে। তিনি চার দিন আগে দ্বিতীয় বিয়ে করেছেন। বাড়ির একটি গাছ কাটাকে কেন্দ্র করে মেজো ছেলে রফিকুলের সঙ্গে বিবাদ ছিল বলে জানা গেছে।
শরণখোলা থানার ওসি মো. কামরুজ্জামান জানান, দ্বিতীয় বিয়ের চার দিন পর মোহাম্মদ আলী খানকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে নিহতের দুই ছেলে পলাতক রয়েছে। ধারণা করা হচ্ছে, তার দুই ছেলেই তাকে হত্যা করেছে। ঘাতকদের আটকের জন্য তথ্য প্রযুক্তিসহ পুলিশের একাধিক টিম মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।