চৌমুহনীতে আগুনে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই
- আপডেট সময় : ১২:৩৩:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪ ৩৪ বার পড়া হয়েছে
নোয়াখালীর বৃহত্তর বাণিজ্যকেন্দ্র বেগমগঞ্জের চৌমুহনীতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।
রোববার সন্ধ্যা ৭টার দিকে বাদমতলা রোডের মসজিদ মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে ওই মার্কেটে কাপড়, স্বর্ণ, কসমেটিক, কুটিরশিল্প ও সুতার দোকান পুড়ে যায়। তবে কিভাবে আগুনের সূত্রপাত এবং কতটি দোকান পুড়েছে তা এখনও পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, সন্ধ্যায় হঠাৎ মসজিদ মার্কেটের ভিতর থেকে প্রথমে ধোঁয়া দেখতে পাওয়া যায়। কোন কিছু বুঝে ওঠার আগেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। দিকবেদিক ছুঁটোছুটি করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যবসায়ীরা।
এক পর্যায়ে ব্যবসায়ীরা মালামাল সরানোর ও আশপাশ থেকে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে চৌমুহনী ফায়ার সার্ভিসে খবর দিলে প্রথমে একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পর্যায়ক্রমে তাদের সাথে মাইজদী, সোনাইমুড়ী, সেনবাগ ও দাগনভূঞা ফায়ার স্টেশন থেকে মোট ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
পাশাপাশি বেগমগঞ্জ থানার পুলিশ ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সবার প্রচেষ্টায় প্রায় ৩ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। ব্যবসায়ীদের দাবি, আগুনে অর্ধশতাধিক দোকান পুড়ে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।
জেলা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের ৫টি স্টেশনের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। প্রায় ৩ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত করা সম্ভব হয়নি।