সংবাদ শিরোনাম ::
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ১১:৩৬:২২ পূর্বাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪ ২৮ বার পড়া হয়েছে
কুমিল্লার বুড়িচং উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। রবিবার (৯ জুন) সকাল ৮টায় উপজেলার বাকশীমুল ইউনিয়নের জামতলার ৬৬ নম্বর পিলার সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
সকাল পৌনে ১১টায় মুঠোফোনে এসব তথ্য নিশ্চিত করেছেন বাকশীমুল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল করীম।
তিনি বলেন, ‘নিহত মো. আনোয়ার হোসেন (৫০) বাকশীমুল ইউনিয়নের মীরপুর গ্রামের মৃত চারু মিয়ার ছেলে। তার মরদেহ এখনও কাঁটাতার-সংলগ্ন এলাকায় রয়েছে। যে এলাকায় তার মরদেহ পড়ে আছে সেটা সম্ভবত ভারতের অংশে। তিনি ঠিক কি কারণে সীমান্তে গিয়েছেন এখনও জানা যায়নি। ঘটনাস্থলে যাচ্ছি। খবর নিয়ে বিস্তারিত জানানো হবে।’