পর্দা নামল ঢাকা চলচ্চিত্র উৎসবের, যাদের হাতে উঠল সেরার পুরস্কার
- আপডেট সময় : ১০:৩২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
- / 4
মুহুর্মুহু করতালি আর আবেগঘন পরিবেশে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের আয়োজনে ১০টি ভিন্ন ভিন্ন বিভাগে ৭৫টি দেশের ২০৩টি চলচ্চিত্র দেখানো হয়েছে বলে জানিয়েছেন উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল।
রোবিবার উৎসবের সমাপনী আনুষ্ঠানিকতা শুরু হয় ‘জলতরঙ্গ’ ড্যান্স গ্রুপের পরিবেশনায়। পরে একে একে জুরি সদস্যরা বিভিন্ন বিভাগে পুরস্কার ঘোষণা করেন।
২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা পূর্ণদৈর্ঘ্য সিনেমার পুরস্কার জিতেছে ফ্রান্সের ‘কুমভা, উইচ কামস ফ্রম সাইলেন্স’। রুয়ান্ডার গণহত্যার পটভূমিতে সিনেমাটি বানিয়েছেন সারাহ ম্যালেগল।
এবার এশিয়ান কম্পিটিশন বিভাগে সেরা ছবি হয়েছে উজবেকিস্তানের শখির খলিকবের ছবি ‘সানডে’। আর বাংলাদেশ প্যানোরমা বিভাগে সেরা ছবির পুরস্কার জিতেছে শঙ্খ দাশগুপ্তের ‘প্রিয় মালতী’।
পুরস্কার জিতল যাঁরা
উৎসবের ১০টি বিভাগে এবার ৭৫টি দেশের ২০৩টি ছবি অংশ নিয়েছে। ঢাকার পাঁচটি ভেন্যুতে হয়েছে প্রদর্শনী। চীন ও বাংলাদেশের ৫০ বছরের কূটনৈতিক সম্পর্কের উদযাপন লক্ষ্যে এবার উৎসবের ওয়াইড অ্যাঙ্গেল সেকশনটি চীনা চলচ্চিত্রের জন্য উৎসর্গ করা হয়।
এ ছাড়া দুই দিনব্যাপী ‘একাদশ সিনেমায় নারী’ শীর্ষক সম্মেলন ছিল বিশেষ আকর্ষণ। তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে মাস্টারক্লাস।
গতকাল সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি আশ্বাস দেন, উৎসবের জন্য ভবিষ্যতে স্থায়ী ভেন্যু, নির্দিষ্ট বাজেট এবং বছরব্যাপী কার্যক্রম পরিচালনা করা হবে।
উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগ এশিয়ান ফিল্ম কম্পিটিশনে সেরা পরিচালক হয়েছেন চীনের হাওফেং জু ও জানফেং জু। সেরা অভিনেতা রায়ান সারলাক [ইরান], সেরা অভিনেত্রী দিমান জানদি [ইরান]।
বাংলাদেশ প্যানোরমার ট্যালেন্ট সেকশনে সেরা হয়েছে মনন মুনতাকার ‘আ লেজি নুন’। এ বিভাগে ফিপ্রেসির নজরে সেরা ছবি ‘প্রিয় মালতী’।
উইমেন ফিল্মমেকার সেকশনে স্পেশাল মেনশন পুরস্কার পেয়েছে রাশিয়ার ‘নট জাস্ট এনি ডে’, সেরা স্বল্পদৈর্ঘ্য ছবি বুলগেরিয়ার ‘স্কারলেট’, সেরা ফিচার ফিল্ম ‘কুম্ভা, হুইচ কামস ফ্রম সাইলেন্স’ [ফ্রান্স], সেরা পরিচালক অগাস্টিনা সানচেজ গেভিয়ার।
স্পিরিচুয়াল ফিল্ম সেকশনে বেস্ট শর্ট ফিল্ম ‘মন্টে ক্লারজিও’ [পর্তুগাল], স্পেশাল মেনশন ‘ইন দ্য নেম অব ফায়ার’ [ভারত] ও সেরা ফিচার ফিল্ম ‘দ্য এলিয়েন’ [রাশিয়া]।
এবার চিলড্রেন ফিল্ম সেকশনে বাদল রহমান পুরস্কার পেয়েছে ‘হোয়্যার দ্য হোয়াইট ক্রানস ড্যান্স’ [রাশিয়া], স্পেশাল অডিয়েন্স পুরস্কার জিতেছে ‘দ্য গার্ডিয়ান অব অনার’ [ফিলিপাইন] ও বেস্ট অডিয়েন্স পুরস্কার জিতল ‘পদাতিক’ [ভারত]।