সিয়াম-মেহজাবীনের সম্পর্কে বৈরিতা?
- আপডেট সময় : ০৯:২৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
- / 77
জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে একসঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছে। পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানেও অংশ নিয়েছেন তারা। তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের খবর শোবিজ অঙ্গনের সবারই জানা। এবার তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বৈরিতা লক্ষ্য করা যাচ্ছে!
সোমবার (২২ এপ্রিল) বিকেলে ফেসবুকে পাল্টাপাল্টি পোস্ট দেন সিয়াম-মেহজাবীন। সিয়ামকে নিয়ে দেওয়া স্ট্যাটাসে মেহজাবীন লেখেন, ‘সিয়াম আহমেদ যেখানে থাকবে প্লিজ আমাকে সেখানে ডাকবেন না।’ এর একঘণ্টা পর সিয়াম তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘মেহজাবীন-ও যেখানে থাকবে, আমার সেখানে যাওয়ার কোনো ইচ্ছা নাই।’
সিয়াম-মেহজাবীনের এমন স্ট্যাটাস দেখে হতবাক নেটিজেনরা। বিষয়টি নিয়ে জোর চর্চা চলছে নেটদুনিয়ায়। তবে নেটিজেনদের অনেকের দাবি— এটা তাদের প্রচারণার কৌশল। মেহজাবীন-সিয়াম অভিনীত কোনো নাটক বা বিজ্ঞাপনের প্রচারের জন্য এই পথ বেছে নিয়েছেন তারা।
বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা চললেও এখনো খোলামেলা কোনো বক্তব্য দেননি মেহজাবীন কিংবা সিয়াম।
নিউজটি শেয়ার করুন