চীনে টর্নেডোর আঘাতে নিহত ৫, নিখোঁজ ৩৩
- আপডেট সময় : ০২:০৮:০১ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
- / 56
চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংছৌ শহরে টর্নেডোর আঘাতে পাঁচজন মারা গেছে। এ ছাড়া নিখোঁজ রয়েছে আরো ৩৩ জন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিজিটিএন এ তথ্য নিশ্চিত করেছে।
এক প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটির বাণিজ্যের কেন্দ্রভূমি হিসেবে পরিচিত দক্ষিণাঞ্চলীয় গুয়াংছৌ প্রদেশের রাজধানীতে স্থানীয় সময় বিকেল ৩টার দিকে টর্নেডো আঘাত হানে।
সেখানে এক কোটি ২৭ লাখ মানুষের বসবাস এবং হাজার হাজার কারখানা অবস্থিত। দেশের রপ্তানি খাতে এই প্রদেশটি অন্যতম গুরুত্বপূর্ণ।
সিনহুয়া নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, সেখানকার প্রায় ১৪১টি কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বাড়িঘরের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।
সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই দুর্যোগের বেশ কিছু ফুটেজ পাওয়া গেছে। এসব ছবিতে দেখা গেছে, দিনের মধ্যভাগেই আকাশ কালো মেঘে ছেয়ে গেছে। এ ছাড়া বেশ কিছু যানবাহনের ক্ষয়ক্ষতি হয়েছে এবং গাছপালা উপড়ে গেছে।
নিউজটি শেয়ার করুন