সংবাদ শিরোনাম ::
উচ্ছ্বসিত তারিন
বিনোদন প্রতিবেদক
- আপডেট সময় : ০৪:৫৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪
- / 72
দেশের গণ্ডি পেরিয়ে সম্প্রতি কলকাতার সিনেমায় অভিষেক হয়েছে টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী তারিন জাহানের। আর মুক্তির পর থেকেই মানসী সিনহা পরিচালিত এই সিনেমাটি দর্শক বেশ আগ্রহ নিয়ে উপভোগ করছেন। সে কারণে ভীষণ উচ্ছ্বসিত এই অভিনেত্রী।
তারিন বলেন, প্রচণ্ড গরম উপেক্ষা করেও দর্শক হলে গিয়ে ‘এটা আমাদের গল্প’ সিনেমাটি দেখছেন। তাদের এই আগ্রহ ও ভালোবাসায় আমি ভীষণ উচ্ছ্বসিত।
‘এটা আমাদের গল্প’ সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায় ও অপরাজিতা আঢ্য। তারিন এখানে অভিনয় করেছেন অপরাজিতা আঢ্যের ছেলের বউয়ের চরিত্রে। চরিত্রের নাম মিসেস বসু।
তারিনের পাশাপাশি এই সিনেমায় খরাজ মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, সোহাগ সেন, আর্য দাশগুপ্ত, তাপসী মুন্সী প্রমুখ অভিনয় করেছেন।
নিউজটি শেয়ার করুন