ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

 

কারিনা বললেন নারীরাও পারেন

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ১১:১৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪
  • / 69
ডেইলি আর্থ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

তিন নারীকে প্রধান করে নির্মাতা রাজেশ কৃষ্ণান নির্মাণ করেন ‘ক্রু’। সিনেমাটিতে অভিনয় করেছেন টাবু, কারিনা কাপুর খান ও কৃতি স্যানন। গত ২৯ মার্চ বিশ্বব্যাপী ২ হাজার পর্দায় মুক্তি পায় স্বল্প বাজেটের এই সিনেমা। ‘ক্রু’ সিনেমায় টাবু, কারিনা আর কৃতি বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন। তিন নায়িকার অভিনয় দর্শকদের মন জয় করেছে।

বিশ্ব্যাপী সিনেমাটি মোট আয় করেছে ১৫২.৯১ কোটি রুপি। নারী কেন্দ্রিক এ সিনেমার সাফল্য নিয়ে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেছেন কারিনা কাপুর খান।

কারিনা কাপুর খান বলেন, “বিনোদনের একটি মাধ্যম চলচ্চিত্র। ‘ক্রু’ সিনেমার মতো চলচ্চিত্রে যদি শক্তিশালী বার্তা থাকে…। চলচ্চিত্রটিতে তিনজন নারী নেতৃত্ব দিয়েছেন। প্রেক্ষাগৃহে এটি মুক্তি পেয়েছে। আমরা ১৫০ কোটি রুপির বেশি ব্যবসা করেছি। চলচ্চিত্রটি রায় দিয়েছে যে, এখন আর নারী-পুরুষের পক্ষপাত নেই। আমরা এখন নিয়ম ভাঙার চেষ্টা করছি।”

“চলচ্চিত্রে নায়ক-নায়িকা কথা বলছেন, বিষয়টি তেমন নয়। একজন ব্যক্তি যে, চলচ্চিত্রের বিষয়বস্তুকে সামনে এগিয়ে নিয়ে যায়। আমরা এটি করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি এমন চরিত্র বেছে নেব, যা মজার এবং যাতে বিনোদনের উপাদান রয়েছে। আমি খুবই আনন্দিত যে, ‘ক্রু’ বাধাগুলো ভেঙেছে। নারীরাও বক্স অফিসের নিয়ম ভাঙতে পারেন— এ কথা নিয়ে জোরালোভাবে আলোচনা হচ্ছে।” বলেন কারিনা কাপুর খান।

সিনেমার গল্পে কেবিন ক্রু হিসেবে এয়ারলাইন্সে চাকরি করেন টাবু, কারিনা, কৃতি। এক পর্যায়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হন তারা। এমন গল্প নিয়ে এগিয়েছে সিনেমাটির কাহিনি। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন— দিলজিৎ দোসাঞ্জে, কপিল শর্মা, রাজেশ শর্মা প্রমুখ।

৬০ কোটি রুপি বাজেটের এ সিনেমা প্রযোজনা করেছেন একতা কাপুর, রেহা কাপুর, অনিল কাপুর, দিগ্বিজয় পুরোহিত।

 

নিউজটি শেয়ার করুন

 

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

 

ট্যাগস :

 

 

কারিনা বললেন নারীরাও পারেন

আপডেট সময় : ১১:১৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪

 

তিন নারীকে প্রধান করে নির্মাতা রাজেশ কৃষ্ণান নির্মাণ করেন ‘ক্রু’। সিনেমাটিতে অভিনয় করেছেন টাবু, কারিনা কাপুর খান ও কৃতি স্যানন। গত ২৯ মার্চ বিশ্বব্যাপী ২ হাজার পর্দায় মুক্তি পায় স্বল্প বাজেটের এই সিনেমা। ‘ক্রু’ সিনেমায় টাবু, কারিনা আর কৃতি বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন। তিন নায়িকার অভিনয় দর্শকদের মন জয় করেছে।

বিশ্ব্যাপী সিনেমাটি মোট আয় করেছে ১৫২.৯১ কোটি রুপি। নারী কেন্দ্রিক এ সিনেমার সাফল্য নিয়ে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেছেন কারিনা কাপুর খান।

কারিনা কাপুর খান বলেন, “বিনোদনের একটি মাধ্যম চলচ্চিত্র। ‘ক্রু’ সিনেমার মতো চলচ্চিত্রে যদি শক্তিশালী বার্তা থাকে…। চলচ্চিত্রটিতে তিনজন নারী নেতৃত্ব দিয়েছেন। প্রেক্ষাগৃহে এটি মুক্তি পেয়েছে। আমরা ১৫০ কোটি রুপির বেশি ব্যবসা করেছি। চলচ্চিত্রটি রায় দিয়েছে যে, এখন আর নারী-পুরুষের পক্ষপাত নেই। আমরা এখন নিয়ম ভাঙার চেষ্টা করছি।”

“চলচ্চিত্রে নায়ক-নায়িকা কথা বলছেন, বিষয়টি তেমন নয়। একজন ব্যক্তি যে, চলচ্চিত্রের বিষয়বস্তুকে সামনে এগিয়ে নিয়ে যায়। আমরা এটি করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি এমন চরিত্র বেছে নেব, যা মজার এবং যাতে বিনোদনের উপাদান রয়েছে। আমি খুবই আনন্দিত যে, ‘ক্রু’ বাধাগুলো ভেঙেছে। নারীরাও বক্স অফিসের নিয়ম ভাঙতে পারেন— এ কথা নিয়ে জোরালোভাবে আলোচনা হচ্ছে।” বলেন কারিনা কাপুর খান।

সিনেমার গল্পে কেবিন ক্রু হিসেবে এয়ারলাইন্সে চাকরি করেন টাবু, কারিনা, কৃতি। এক পর্যায়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হন তারা। এমন গল্প নিয়ে এগিয়েছে সিনেমাটির কাহিনি। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন— দিলজিৎ দোসাঞ্জে, কপিল শর্মা, রাজেশ শর্মা প্রমুখ।

৬০ কোটি রুপি বাজেটের এ সিনেমা প্রযোজনা করেছেন একতা কাপুর, রেহা কাপুর, অনিল কাপুর, দিগ্বিজয় পুরোহিত।