লিজার অন্যরকম সময়

- আপডেট সময় : ১০:৩২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪
- / 142
চলতি বছরের মার্চের ১৮ তারিখে কন্যাসন্তানের মা হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। নিউ ইয়র্কের একটি হাসপাতালে তিনি সন্তানের জন্ম দেন। মেয়ের নাম রাখা হয়েছে ইয়াশা এ. খন্দকার। মেয়ের জন্মের মাস দুয়েক আগেই যুক্তরাষ্ট্রে পাড়ি জমান লিজা।
এদিকে বর্তমানে স্বামী সবুজ খন্দকার ও মেয়ে ইয়াশাকে নিয়ে এখন অন্যরকম সময় পার করছেন এ গায়িকা। কাজ থেকে দূরে রয়েছেন। বিভিন্ন স্থানে মেয়ে ইয়াশাকে নিয়ে ঘুরছেন। গত রোজার ঈদ ছিল মেয়েকে নিয়ে তার প্রথম ঈদ। এদিকে দেশে থাকলে বছর জুড়েই স্টেজ, রেকর্ডিং, অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকেন লিজা। সেদিক থেকে বর্তমানে একেবারে ভিন্ন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন এ শিল্পী।
লিজা যুক্তরাষ্ট্র থেকে জানান, খুব ভালো একটি সময় পার করছি। আমার ও সবুজের সময় কেটে যাচ্ছে মেয়ে ইয়াশাকে নিয়েই। ওর জন্মের পর থেকে মনে হচ্ছে জীবন পুরোপুরি বদলে গেছে। প্রতিটি মুহূর্ত মনে হয় ওকে নিয়েই কাটাই। এখানে সময় পেলেই আমরা ঘুরতেও বের হচ্ছি।
লিজা বলেন, খুব দ্রুতই ফিরবো। দেশের সব কিছু খুব মিস করি বিদেশের মাটিতে। বিশেষ করে পরিবার, সহকর্মী, স্টেজ, রেকর্ডিং এসবই। দেশে ফিরে একটু সময় নিয়ে আবার কাজে ফেরার ইচ্ছা রয়েছে। দেখা যাক কি হয়। সবাই আমাদের জন্য দোয়া করবেন।