তাসনিয়া ফারিণের একগুচ্ছ অর্জন
- আপডেট সময় : ১০:৪৪:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪
- / 149
দারুণ সময় যাচ্ছে নন্দিত অভিনেত্রী ও মডেল তাসনিয়া ফারিণের। একের পর এক সুখবর পাচ্ছেন চারদিক থেকে।মুঠোয় পুরেছেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। সম্প্রতি প্রকাশ হওয়া ‘কাছের মানুষ দূরে থুইয়া’ ওয়েব সিনেমায় তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে।নতুন কিছু কাজ নিয়েও ফিরছেন তিনি।সব মিলিয়ে এককথায় উড়ছেন তিনি।
ফিল্মফেয়ারে বাজিমাত
ভারতে বলিউডের পাশাপাশি টালিগঞ্জেরও অন্যতম জনপ্রিয় পুরস্কার ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস’। ওই আসরে এবার ‘ব্ল্যাক লেডি’ মুঠোয় পুরে নিয়েছেন তাসনিয়া ফারিণ। দুই বাংলার গুণী অভিনেতা জয়া আহসান ও অভিনেতা সোহেল মণ্ডলের সঙ্গে একই আসরে পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত এই অভিনেত্রী।
কলকাতার আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেলে সম্প্রতি বসে ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’-এর আসর।পুরস্কার পেয়ে ফারিণ বলেন, ‘যে কোনো পুরস্কার প্রাপ্তিই আনন্দের। কলকাতায় এটা শুধু আমার প্রথম সিনেমানয়, ক্যারিয়ারের প্রথম সিনেমা। ফিল্মফেয়ারভারতের খুব সম্মানজনক পুরস্কার। এটি নিশ্চয় আমাকে অনুপ্রাণিত করছে। সামনে আরও ভালো ভালো কিছু কাজ করতে চাই।’
ভক্তের ভালোবাসায় …
পুরস্কার নিতে কলকাতায় গেলেও এখনও সেখানেই রয়েছেন ফারিণ। সেখান থেকে গতকাল একটি ভিডিও পোস্ট করেছেন তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে। এক মিনিট এক সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যাচ্ছে একজন উবারচালকের সঙ্গে কথা বলছেন ফারিণ। জানতে চাইছেন তাঁর মেয়ের নাম কী? উবারচালক জানাচ্ছেন, ‘তাসনিয়া ফারিণ’। তাদের আলাপে জানা যায়, উবারচালকের ক্লাস থ্রিতে পড়ুয়া মেয়েটির বয়স সাড়ে আট বছর। শুরুতে তার নাম রাখা হয় রাফিয়া সুলতানা। বাবার নাম রাকিবের সঙ্গে মিল রেখেই এই নাম রাখা হয়। এই নামেই বড় হতে থাকে মেয়ে। কিন্তু পরে তাসনিয়া ফারিণের ভক্ত হয়ে যান বাবা রাকিব। তাঁর অভিনীত সব নাটক দেখেন নিয়মিত। জানান, এ কারণে মেয়েটির নাম বদলে তাসনিয়া ফারিণ রাখেন তিনি। ফিল্মফেয়ার পুরস্কারের পরে ভক্তের কাছ থেকে এমন পুরস্কার পেয়ে আপ্লুত ফারিণ। ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘থ্যাংক ইউ ফর অলওয়েস লাভিং মি!’ ফারিণ বলেন, ‘ভক্তের ভালোবাসাই আমাদের বাঁচিয়ে রাখে। কলকাতায় একদিন হোটেল থেকে নেমেই রাকিব ভাইয়ের গাড়িতেই উঠেছিলাম। পথে নানা আলাপ হয়। একপর্যায়ে জানান, তাঁর মেয়ের নাম বদলের ঘটনা, যা আমায় ভালোলাগায় ভরিয়ে দিয়েছে।’
গান নিয়ে ইত্যাদির মঞ্চে
প্রথমবার গান নিয়ে জনপ্রিয় ম্যাগাজিন ‘ইত্যাদি’ অনুষ্ঠানে হাজির হচ্ছেন ফারিণ। ‘রঙিলা’ শিরোনামেদ্বৈত এ গানে তাঁর সঙ্গে রয়েছেন তাহসান খান। আজ মন খুশি মন উর্বশী মন উর্মিলা/ হবো সাত রঙে এই মন রাঙিয়ে রঙিলা…এমন কথার গানটি লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান মাহমুদুল।
ফারিণ বলেন, ‘ইত্যাদি’ দেখে দেখেই বড় হয়েছি। এই অনুষ্ঠানে গাইতে পেরে খুবই ভালো লাগছে। গানটি ভালো হয়েছে। শোনার পর মনে হয়েছে, ভিন্ন ধরনের গান হয়েছে। আমার বিশ্বাস, সব শ্রেণির শ্রোতা-দর্শকের মন ভরাবে।
নিউজটি শেয়ার করুন