ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

 

শরীরে শূকরের কিডনি প্রতিস্থাপন করা প্রথম ব্যক্তির মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪০:০০ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪
  • / 52

রিক স্লেম্যান। ছবি: সংগৃহীত

ডেইলি আর্থ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

যুক্তরাষ্ট্রে শরীরে শূকরের কিডনি প্রতিস্থাপন করা প্রথম ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর নাম রিচার্ড রিক স্লায়মান। দুই মাস আগে তাঁর শরীরে জিনগতভাবে পরিবর্তন আনা শূকরের কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল। রোববার যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতাল (এমজিএইচ) এ তথ্য জানিয়েছে।

স্লায়মানের বয়স হয়েছিল ৬২ বছর। তিনি কিডনি রোগের পাশাপাশি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। গত ১৬ মার্চ ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে তাঁর শরীরে কিডনি প্রতিস্থাপনের অস্ত্রোপচার করা হয়। তবে ওই প্রতিস্থাপনের কারণে স্লায়মানের মৃত্যু হওয়ার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এর আগে ২০১৮ সালে স্লায়মানের শরীরে মানুষের কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল। পাঁচ বছর পর ওই কিডনি বিকল হয়ে যায়। এর পরেই তাঁর শরীরে শূকরের কিডনি প্রতিস্থাপন করা হয়। তখন চিকিৎসকেরা জানিয়েছিলেন, স্লায়মানের আর ডায়ালাইসিসের প্রয়োজন হবে না। কারণ, তাঁর শরীরে শূকরের কিডনি ঠিকঠাকভাবে কাজ করছে।

এর আগেও জিনগতভাবে পরিবর্তন আনা শূকরের বিভিন্ন অঙ্গ মানুষের শরীরে প্রতিস্থাপন করা হয়েছিল। তবে কোনোবারই সফলতার দেখা মেলেনি। সেদিক দিয়ে স্লায়মানের অস্ত্রোপচারটিকে ঐতিহাসিক একটি সফলতা হিসেবে দেখা হচ্ছিল। এক বিবৃতিতে ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বজুড়ে অসংখ্য রোগীর জন্য আশার আলো হয়ে থাকবেন স্লায়মান।

 

নিউজটি শেয়ার করুন

 

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

 

ট্যাগস :

 

 

শরীরে শূকরের কিডনি প্রতিস্থাপন করা প্রথম ব্যক্তির মৃত্যু

আপডেট সময় : ১১:৪০:০০ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪

 

যুক্তরাষ্ট্রে শরীরে শূকরের কিডনি প্রতিস্থাপন করা প্রথম ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর নাম রিচার্ড রিক স্লায়মান। দুই মাস আগে তাঁর শরীরে জিনগতভাবে পরিবর্তন আনা শূকরের কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল। রোববার যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতাল (এমজিএইচ) এ তথ্য জানিয়েছে।

স্লায়মানের বয়স হয়েছিল ৬২ বছর। তিনি কিডনি রোগের পাশাপাশি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। গত ১৬ মার্চ ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে তাঁর শরীরে কিডনি প্রতিস্থাপনের অস্ত্রোপচার করা হয়। তবে ওই প্রতিস্থাপনের কারণে স্লায়মানের মৃত্যু হওয়ার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এর আগে ২০১৮ সালে স্লায়মানের শরীরে মানুষের কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল। পাঁচ বছর পর ওই কিডনি বিকল হয়ে যায়। এর পরেই তাঁর শরীরে শূকরের কিডনি প্রতিস্থাপন করা হয়। তখন চিকিৎসকেরা জানিয়েছিলেন, স্লায়মানের আর ডায়ালাইসিসের প্রয়োজন হবে না। কারণ, তাঁর শরীরে শূকরের কিডনি ঠিকঠাকভাবে কাজ করছে।

এর আগেও জিনগতভাবে পরিবর্তন আনা শূকরের বিভিন্ন অঙ্গ মানুষের শরীরে প্রতিস্থাপন করা হয়েছিল। তবে কোনোবারই সফলতার দেখা মেলেনি। সেদিক দিয়ে স্লায়মানের অস্ত্রোপচারটিকে ঐতিহাসিক একটি সফলতা হিসেবে দেখা হচ্ছিল। এক বিবৃতিতে ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বজুড়ে অসংখ্য রোগীর জন্য আশার আলো হয়ে থাকবেন স্লায়মান।