জুলাইয়ে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের ঘোষণা ঋষি সুনাকের
- আপডেট সময় : ১০:১৩:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪
- / 52
আগামী ৪ জুলাই যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক। গতকাল বুধবার প্রধানমন্ত্রীর দপ্তর ১০ ডাউনিং স্ট্রিট থেকে এ ঘোষণা দেন তিনি। এর মধ্য দিয়ে যুক্তরাজ্যের নির্বাচন নিয়ে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটল।
ভাষণের শুরুতেই ঋষি সুনাক বলেন, গত পাঁচ বছর যুক্তরাজ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সবচেয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে লড়াই করেছে।
তিনি বলেন, দেশ সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে এগিয়ে গেছে, যা তাঁকে ব্রিটিশ হিসেবে গর্বিত করেছে।
সুনাক বলেন, ‘আজ পার্লামেন্ট ভেঙে দেওয়ার বিষয়ে আমার অনুরোধ মহামান্য রাজা অনুমোদন করেছেন। আগামী ৪ জুলাই নির্বাচন হতে যাচ্ছে।’
এ সময় কভিড মহামারি ও ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন বিষয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এগুলো দেশের মানুষের জ্বালানি খরচ বাড়িয়ে দিয়েছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী আরো বলেন, ‘যুক্তরাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে এবং মুদ্রাস্ফীতি স্বাভাবিক অবস্থায় চলে এসেছে। সুদহার কমেছে এবং সরকারের পরিকল্পনা কাজে দিচ্ছে।’ সূত্র : বিবিসি
নিউজটি শেয়ার করুন