নতুন সিনেমা নিয়ে মৌ
- আপডেট সময় : ১২:৪২:১৩ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪ ৪২ বার পড়া হয়েছে
চলতি প্রজন্মের চিত্রনায়িকা মৌ খান। এরইমধ্যে তার অভিনীত বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে। এসব সিনেমার মাধ্যমে সম্ভাবনারও জানান দিয়েছেন তিনি। এবার নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন মৌ। ছবির নাম ‘অমানুষ হলো মানুষ’।
ছবিটি পরিচালনা করেছেন মনতাজুর রহমান আকবর। আর এতে মৌ অভিনয় করেছেন মনোয়ার হোসেন ডিপজলের বিপরীতে। ছবিটির প্রযোজকও ডিপজল। এরইমধ্যে ছবিটি সামনের যে কোনো শুক্রবার মুক্তির ঘোষণা দিয়েছেন তিনি। প্রকাশ করা হয়েছে ছবির গানও।
মৌ বলেন, বেশ আগের একটি কাজ এটি। শুটিং শেষ করেছি আগে। তবে বিভিন্ন কারণে মুক্তি দেয়া হয়নি ছবিটি। এটি এমন একটি ছবি যেখানে রোমান্স, অ্যাকশন, ড্রামা, নাচ-গান সবকিছুই রয়েছে। ডিপজল ভাইয়ের সঙ্গে এর আগেও আমি কাজ করেছি। তিনি বরাবরই খুব সাপোর্টিভ মানুষ। এ কাজটির ক্ষেত্রেও তাই হয়েছে। নিজের শতভাগ দিয়েই ছবির কাজ করেছি।
আশা করছি, ভালো লাগবে সবার। এর বাইরে মৌ খানের আরও কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। নতুন সিনেমা নিয়ে তিনি বলেন, বেশ কিছু সিনেমায় কাজের কথা চলছে। তবে এখন থেকে গল্প ও চরিত্র একটু বুঝে শুনে ছবির কাজের সিদ্ধান্ত নিয়েছি। এ বছর চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে চাই। গল্পনির্ভর ছবি করতে চাই। তাই সময় নিচ্ছি।