ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ইসরাইলের সঙ্গে নতুন করে আলোচনা প্রত্যাখ্যান হামাসের

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৩৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪ ৪১ বার পড়া হয়েছে
ডেইলি আর্থ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজায় যুদ্ধবিরতি প্রসঙ্গে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে নতুন করে আলোচনায় বসতে চায় ইসরাইল। তবে এ বিষয়ে ইসরাইলের সঙ্গে আলোচনায় বসতে চায় না বলে জানিয়েছেন হামাসের জ্যেষ্ঠ নেতা ওসামা হামদান।

সংবাদ মাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে জানায়, মঙ্গলবার গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন করে আলোচনা শুরুর খবর ইসরাইলি মিডিয়ায় প্রকাশিত হয়। এ সময় ইসরাইলের সঙ্গে এমন যুদ্ধবিরতির আলোচনার দরকার নেই বলে মন্তব্য করেন ওসামা হামদান।

শনিবার আলজাজিরা আরবিকে দেওয়া এক সাক্ষাৎকারে হামদান বলেন, গাজা থেকে যত দ্রুত সম্ভব ইসরাইলের সেনাদের প্রত্যাহার এবং সব ধরনের আগ্রাসন বন্ধ করতে হবে।

তিনি জানান, চলতি মাসের প্রথমদিকে হামাস যুদ্ধবিরতির জন্য কাতার ও মিসরের মধ্যস্থতাকারীদের দেওয়া একটি প্রস্তাবে রাজি হয়। কিন্তু ইসরাইল এ প্রস্তাবে দ্বিমত পোষণ করে। এর পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ‘ইসরাইলের সঙ্গে আমাদের নতুন করে আলোচনার দরকার নেই। কারণ, হামাস আগেই যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছিল; যা ইসরাইল প্রত্যাখ্যান করেছে। তাই এ আলোচনার অর্থ হলো গাজায় আগ্রাসন চালিয়ে রাখার জন্য ইসরাইলকে আরও সময় দেওয়া।

ইসরাইল হামাসকে যে নতুন প্রস্তাব দিয়েছে, তাতে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির কথা উল্লেখ নেই। বরং বলা হয়েছে, গাজায় কয়েক মাসের যুদ্ধবিরতির পর ইসরাইল আবার যুদ্ধ শুরু করতে পারবে। ইসরাইল হামাসকে ধ্বংস করার আগ পর্যন্ত যুদ্ধ বন্ধ করবে না বলে স্পষ্ট জানিয়েছে। এদিকে হামাস সাময়িক কোনো যুদ্ধবিরতি প্রস্তাব মানবে না বলে স্পষ্ট জানিয়েছে। তারা স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করতে চায়।

হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার বলেছে যে, ইসরাইল এবং ফিলিস্তিনি সশস্ত্র বাহিনীর মধ্যে সাত মাসেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধে এই অবরুদ্ধ অঞ্চলে কমপক্ষে ৩৫,৯৮৪ জন নিহত হয়েছেন। এই সংখ্যার মধ্যে গত ২৪ ঘণ্টার মধ্যে কমপক্ষে ৮১ জন মারা গেছেন, একটি মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আক্রমণ করার পর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকায় ৮০,৬৪৩ জন আহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইসরাইলের সঙ্গে নতুন করে আলোচনা প্রত্যাখ্যান হামাসের

আপডেট সময় : ০৫:৩৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪

গাজায় যুদ্ধবিরতি প্রসঙ্গে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে নতুন করে আলোচনায় বসতে চায় ইসরাইল। তবে এ বিষয়ে ইসরাইলের সঙ্গে আলোচনায় বসতে চায় না বলে জানিয়েছেন হামাসের জ্যেষ্ঠ নেতা ওসামা হামদান।

সংবাদ মাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে জানায়, মঙ্গলবার গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন করে আলোচনা শুরুর খবর ইসরাইলি মিডিয়ায় প্রকাশিত হয়। এ সময় ইসরাইলের সঙ্গে এমন যুদ্ধবিরতির আলোচনার দরকার নেই বলে মন্তব্য করেন ওসামা হামদান।

শনিবার আলজাজিরা আরবিকে দেওয়া এক সাক্ষাৎকারে হামদান বলেন, গাজা থেকে যত দ্রুত সম্ভব ইসরাইলের সেনাদের প্রত্যাহার এবং সব ধরনের আগ্রাসন বন্ধ করতে হবে।

তিনি জানান, চলতি মাসের প্রথমদিকে হামাস যুদ্ধবিরতির জন্য কাতার ও মিসরের মধ্যস্থতাকারীদের দেওয়া একটি প্রস্তাবে রাজি হয়। কিন্তু ইসরাইল এ প্রস্তাবে দ্বিমত পোষণ করে। এর পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ‘ইসরাইলের সঙ্গে আমাদের নতুন করে আলোচনার দরকার নেই। কারণ, হামাস আগেই যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছিল; যা ইসরাইল প্রত্যাখ্যান করেছে। তাই এ আলোচনার অর্থ হলো গাজায় আগ্রাসন চালিয়ে রাখার জন্য ইসরাইলকে আরও সময় দেওয়া।

ইসরাইল হামাসকে যে নতুন প্রস্তাব দিয়েছে, তাতে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির কথা উল্লেখ নেই। বরং বলা হয়েছে, গাজায় কয়েক মাসের যুদ্ধবিরতির পর ইসরাইল আবার যুদ্ধ শুরু করতে পারবে। ইসরাইল হামাসকে ধ্বংস করার আগ পর্যন্ত যুদ্ধ বন্ধ করবে না বলে স্পষ্ট জানিয়েছে। এদিকে হামাস সাময়িক কোনো যুদ্ধবিরতি প্রস্তাব মানবে না বলে স্পষ্ট জানিয়েছে। তারা স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করতে চায়।

হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার বলেছে যে, ইসরাইল এবং ফিলিস্তিনি সশস্ত্র বাহিনীর মধ্যে সাত মাসেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধে এই অবরুদ্ধ অঞ্চলে কমপক্ষে ৩৫,৯৮৪ জন নিহত হয়েছেন। এই সংখ্যার মধ্যে গত ২৪ ঘণ্টার মধ্যে কমপক্ষে ৮১ জন মারা গেছেন, একটি মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আক্রমণ করার পর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকায় ৮০,৬৪৩ জন আহত হয়েছেন।