ঢাকা ১০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

 

দুর্নীতি মামলায় ইডির তলব, যা বললেন ঋতুপর্ণ

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৫৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪
  • / 55
ডেইলি আর্থ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

দুর্নীতি মামলায় নাম জড়ালো টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর। আগামী ৫ জুন অভিনেত্রীকে ডাকা হয়েছে ইডির সদর দফতর সিজিও কমপ্লেক্সে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) অফিসে বেলা ১১টায় হাজির থাকতে বলা হয়েছে অভিনেত্রীকে।

সম্প্রতি রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য, রেশন ব্যবসায়ী বাকিবুর রহমানসহ কয়েকজন তৃণমূল কংগ্রেস নেতা। তবে এতে হঠাৎ ঋতুপর্ণার নাম জড়ানোয় শোরগোল টলিউডে।

তবে ঠিক কী কারণে বা কার সঙ্গে যোগাযোগের কারণে ঋতুপর্ণা সেনগুপ্তকে রেশন বণ্টন দুর্নীতিকাণ্ডে ডেকে পাঠাল ইডি, তা এখনও স্পষ্ট হয়নি। এ ছাড়া আগামী ৫ জুন ইডি অফিসে হাজিরা দেবেন কি-না, তাও স্পষ্ট নয়। কারণ নতুন সিনেমা ‘অযোগ্য’র মুক্তি নিয়ে ভীষণ ব্যস্ত তিনি।

এ বিষয়ে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে ঋতুপর্ণা বলেন, ‘আমি এ বিষয় কিছুই জানি না। রেশন দুর্নীতি কী? সে সম্পর্কে আমার কোনও সম্যক ধারণা নেই। আচমকাই এই খবর পেলাম। আমার কলকাতার বাড়িতেও কোনও চিঠি আসেনি।’

তিনি বললেন, ‘সামনে নতুন ছবি আসছে। তার মাঝে এই খবর। আমার সম্মানহানি হল। একজন অভিনেত্রী যিনি সারা জীবন পরিশ্রম করে চলেছেন, তার সম্পর্কে হঠাৎ এমন বলে দেওয়া কিন্তু অন্যায়!’

এর আগেও একবার ঋতুপর্ণার ডাক পড়েছিল ইডি-তে। সেটা ছিল ২০১৯ সালে অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির আর্থিক কেলেঙ্কারি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য। তখন শুধু ঋতুপর্ণা সেনগুপ্তই নন, ডাক পড়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়েরও।

রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডু একসময় বেশকিছু বাংলা ছবির প্রযোজনা করেছিলেন। তাতে অভিনয় করেছিলেন ঋতুপর্ণা, প্রসেনজিৎসহ একাধিক শিল্পী। আর সেই সংক্রান্ত আর্থিক লেনদেনের খোঁজ নিতেই তাঁদের ডাক পড়েছিল ইডি অফিসে।

 

নিউজটি শেয়ার করুন

 

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

 

ট্যাগস :

 

 

দুর্নীতি মামলায় ইডির তলব, যা বললেন ঋতুপর্ণ

আপডেট সময় : ০৩:৫৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪

 

দুর্নীতি মামলায় নাম জড়ালো টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর। আগামী ৫ জুন অভিনেত্রীকে ডাকা হয়েছে ইডির সদর দফতর সিজিও কমপ্লেক্সে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) অফিসে বেলা ১১টায় হাজির থাকতে বলা হয়েছে অভিনেত্রীকে।

সম্প্রতি রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য, রেশন ব্যবসায়ী বাকিবুর রহমানসহ কয়েকজন তৃণমূল কংগ্রেস নেতা। তবে এতে হঠাৎ ঋতুপর্ণার নাম জড়ানোয় শোরগোল টলিউডে।

তবে ঠিক কী কারণে বা কার সঙ্গে যোগাযোগের কারণে ঋতুপর্ণা সেনগুপ্তকে রেশন বণ্টন দুর্নীতিকাণ্ডে ডেকে পাঠাল ইডি, তা এখনও স্পষ্ট হয়নি। এ ছাড়া আগামী ৫ জুন ইডি অফিসে হাজিরা দেবেন কি-না, তাও স্পষ্ট নয়। কারণ নতুন সিনেমা ‘অযোগ্য’র মুক্তি নিয়ে ভীষণ ব্যস্ত তিনি।

এ বিষয়ে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে ঋতুপর্ণা বলেন, ‘আমি এ বিষয় কিছুই জানি না। রেশন দুর্নীতি কী? সে সম্পর্কে আমার কোনও সম্যক ধারণা নেই। আচমকাই এই খবর পেলাম। আমার কলকাতার বাড়িতেও কোনও চিঠি আসেনি।’

তিনি বললেন, ‘সামনে নতুন ছবি আসছে। তার মাঝে এই খবর। আমার সম্মানহানি হল। একজন অভিনেত্রী যিনি সারা জীবন পরিশ্রম করে চলেছেন, তার সম্পর্কে হঠাৎ এমন বলে দেওয়া কিন্তু অন্যায়!’

এর আগেও একবার ঋতুপর্ণার ডাক পড়েছিল ইডি-তে। সেটা ছিল ২০১৯ সালে অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির আর্থিক কেলেঙ্কারি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য। তখন শুধু ঋতুপর্ণা সেনগুপ্তই নন, ডাক পড়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়েরও।

রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডু একসময় বেশকিছু বাংলা ছবির প্রযোজনা করেছিলেন। তাতে অভিনয় করেছিলেন ঋতুপর্ণা, প্রসেনজিৎসহ একাধিক শিল্পী। আর সেই সংক্রান্ত আর্থিক লেনদেনের খোঁজ নিতেই তাঁদের ডাক পড়েছিল ইডি অফিসে।