কড়া হুঁশিয়ারি মিষ্টি জান্নাতের
- আপডেট সময় : ১১:৪১:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪
- / 69
চিত্রনায়ক শাকিব খানের তৃতীয় বিয়ে প্রসঙ্গে হঠাৎ করে আলোচনায় উঠে আসেন অভিনেত্রী মিষ্টি জান্নাত। সম্প্রতি শাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জনে খবরের শিরোনামে এসেছেন তিনি। এরপর শাহরিয়ার নাজিম জয়কে নিয়ে কড়া মন্তব্য ও চিত্রনায়িকা তমা মির্জার সঙ্গে বিবাদে জড়িয়ে বেশ আলোচনায় এখন এই অভিনেত্রী।
ফেসবুক থেকে ইউটিউব সব প্লাটফরমেই মিষ্টি জান্নাতকে নিয়ে খবরের শেষ নেই।
আর এসব খবর, আলোচনা, তর্কে বিতর্কে খেপেছেন অভিনেত্রী। কিছু মানুষকে দিয়েছেন কড়া হুঁশিয়ারি।
শনিবার (১ জুন) এক ফেসবুক স্ট্যাটাসে মিষ্টি জান্নাত লিখেছেন, ‘যারা যারা সরাসরি মিষ্টি জান্নাতের নাম ব্যবহার করে বাজে বাজে শিরোনাম দিয়ে ফেসবুক ও ইউটিউবে ভিডিও ছাড়ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে অতি শিগগিরই।’
২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে শুরু করেন রুপালি পর্দার ক্যারিয়ার। এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়। অভিনেত্রী পরিচয়ের বাইরে মিষ্টি জান্নাত একজন দন্ত্য চিকিৎসক।
নিউজটি শেয়ার করুন