মেয়ের পর লটারি জিতলেন বাবাও
- আপডেট সময় : ০৯:৪৩:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪
- / 58
যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের এক ব্যক্তি লটারিতে ৫০ হাজার ডলার জিতেছেন। এর মাত্র তিন মাস আগে তাঁর মেয়ে দেড় লাখ ডলারের জ্যাকপট জিতেছিলেন।
উইলিয়াম ফানিন নামের ওই ব্যক্তি হ্যাজার্ডের ইস্ট মেইন স্ট্রিটের জিপ জোন থেকে টিকিটটি কিনেছিলেন। তিনি বলেন, ২৫ বছর ধরে তিনি অন্য একটি স্টোর থেকে সাপ্তাহিক পাওয়ারবল টিকিট কেনেন। কিন্তু জিপ জোন থেকে আচমকা এটি কিনে বড় অঙ্কের লটারি জিতে নিয়েছেন।
মেয়ে লটারি জেতার ঠিক তিন মাস পর ফানিন এই লটারি জিতলেন। তাঁর মেয়ে স্টারলা অনলাইনে দ্য মেরি মানি বোনাস জ্যাকপট ইনস্ট্যান্ট প্লে গেম খেলে জিতে নেন ১ লাখ ৫০ হাজার ৪৩৮ ডলারের লটারি। ফানিন বলেন, তাঁর মেয়ে স্টারলাই প্রথম জিপ জোনে ৫০ হাজার ডলারের পাওয়ারবল টিকিট বিক্রির কথা জানতে পারেন।
হ্যাজার্ডের বাসিন্দা উইলিয়াম ফানিন তাঁর স্ত্রী ফ্রেইদাকে নিয়ে ১৩ মে কেন্টাকি লটারির সদর দপ্তরে যান। সেখান থেকে তিনি লটারির ৫০ হাজার ডলার অর্থ গ্রহণ করেন।
ফানিন বলেন, লটারি জয়ের কথা শুনে মেয়ে স্টারলা আমার চেয়ে বেশি খুশি হয়েছে। খবরটি শুনে সে খুবই রোমাঞ্চিত।
সূত্র: ইউপিআই
নিউজটি শেয়ার করুন