ঢাকা ১১:২১ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

 

মালদ্বীপে ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:৫৩:৪০ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪
  • / 67
ডেইলি আর্থ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

ফিলিস্তিনের গাজা উপত্যকায় বর্বরতা চালানোয় ইসরায়েলিদের মালদ্বীপ প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দেশটির প্রেসিডেন্টের দপ্তরের বরাতে রোববার (২ জুন) স্থানীয় সংবাদমাধ্যম এডিশন.এমভি এই তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, স্বরাষ্ট্র ও তথ্যমন্ত্রী আলী ইহুসান বলেছেন, প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু মন্ত্রীসভার এক বৈঠকে সিদ্ধান্ত নিয়েছেন, মালদ্বীপে ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা দিতে প্রয়োজনীয় আইনি পরিবর্তন আনা হবে।

এই সিদ্ধান্তটি কার্যকরে মন্ত্রীসভার একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া ফিলিস্তিনিদের সহায়তায় ত্রাণ তহবিল গঠনের ঘোষণাও দিয়েছে দেশটি। এসব অর্থ গাজায় জাতিসংঘের পরিচালিত সংস্থা ইউএনআরডব্লিউ-র কাছে পাঠানো হবে।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ২০২৩ সালে ১১ হাজার ইসরায়েলি মালদ্বীপ ভ্রমণ করেন। যা দেশটিতে গত বছর যাওয়া মোট পর্যটকের ০ দশমিক ৬ শতাংশ।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইসরায়েলের সঙ্গে মালদ্বীপের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। তবে প্রবালপ্রাচীরের জন্য বিখ্যাত দেশটির সৌন্দর্য্য উপভোগ করতে সেখানে যেতে পারেন ইসরায়েলিরা।

এদিকে গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। প্রায় আট মাস ধরে চলা এ যুদ্ধে এখন পর্যন্ত ৩৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় ১ লাখ মানুষ। ইসরায়েলি সেনারা এই সময়ের মধ্যে গাজার হাজার হাজার ভবন ধসিয়ে দিয়েছে। এতে করে ছোট্ট এ উপত্যকার বেশিরভাগ মানুষ বাস্তুহীন হয়ে পড়েছেন।

সূত্র: টাইমস অব ইসরায়েল

 

নিউজটি শেয়ার করুন

 

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

 

ট্যাগস :

 

 

মালদ্বীপে ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা

আপডেট সময় : ১০:৫৩:৪০ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪

 

ফিলিস্তিনের গাজা উপত্যকায় বর্বরতা চালানোয় ইসরায়েলিদের মালদ্বীপ প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দেশটির প্রেসিডেন্টের দপ্তরের বরাতে রোববার (২ জুন) স্থানীয় সংবাদমাধ্যম এডিশন.এমভি এই তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, স্বরাষ্ট্র ও তথ্যমন্ত্রী আলী ইহুসান বলেছেন, প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু মন্ত্রীসভার এক বৈঠকে সিদ্ধান্ত নিয়েছেন, মালদ্বীপে ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা দিতে প্রয়োজনীয় আইনি পরিবর্তন আনা হবে।

এই সিদ্ধান্তটি কার্যকরে মন্ত্রীসভার একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া ফিলিস্তিনিদের সহায়তায় ত্রাণ তহবিল গঠনের ঘোষণাও দিয়েছে দেশটি। এসব অর্থ গাজায় জাতিসংঘের পরিচালিত সংস্থা ইউএনআরডব্লিউ-র কাছে পাঠানো হবে।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ২০২৩ সালে ১১ হাজার ইসরায়েলি মালদ্বীপ ভ্রমণ করেন। যা দেশটিতে গত বছর যাওয়া মোট পর্যটকের ০ দশমিক ৬ শতাংশ।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইসরায়েলের সঙ্গে মালদ্বীপের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। তবে প্রবালপ্রাচীরের জন্য বিখ্যাত দেশটির সৌন্দর্য্য উপভোগ করতে সেখানে যেতে পারেন ইসরায়েলিরা।

এদিকে গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। প্রায় আট মাস ধরে চলা এ যুদ্ধে এখন পর্যন্ত ৩৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় ১ লাখ মানুষ। ইসরায়েলি সেনারা এই সময়ের মধ্যে গাজার হাজার হাজার ভবন ধসিয়ে দিয়েছে। এতে করে ছোট্ট এ উপত্যকার বেশিরভাগ মানুষ বাস্তুহীন হয়ে পড়েছেন।

সূত্র: টাইমস অব ইসরায়েল