ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

 

সিডনিতে বাউল গানের আসর ‘ভবের হাট’

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:১৪:০৬ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪
  • / 50
ডেইলি আর্থ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এদিন মিলনায়তন ছিল দর্শক উপস্থিতিতে পূর্ণ। অনুষ্ঠানে বিভিন্ন ঘরানার লোকগীতি পরিবেশন করেন প্রবাসী বাংলাদেশি সংগীতশিল্পীরা। এ সময় হলভর্তি দর্শক সারিতে ছিলেন সিডনিপ্রবাসী বাংলাদেশিরা।

শাকিল চেীধুরী প্রাণবন্ত সঞ্চালনায় ও ফারিয়া আহমেদের পরিকল্পনা, নির্দেশনা এবং পরিচালনায় প্রতি বছরের মত বাংলার মাটি ও মানুষের বাউল গান এবারো পরিণত হয় একখন্ড বাউল আখরার বাংলাদেশ।

সিডনির বিশিষ্ট তবলা বাদক বিজয় সাহার ক্ল্যাসিক্যাল বাদ্যের মূর্ছনায় শুরু হয় অনুষ্ঠান। তিনি তবলার বাজানোর পাশাপাশি ঢোল, খোল, নাল, জিম্বে, কঙ্গো, বঙ্গো, শেকার, পিয়ানো, কীবোর্ড, হারমোনিয়াম এবং পার্কাশন সহ আরো অনেক যন্ত্র বাজায়ে দর্শকদের অভিভূত করেন। তাকে সহযোগিতা করেন অন্যান্যরা।

অনুষ্ঠানের আকর্ষণীয় পর্ব ছিল গুণীজন সংবর্ধণা। এ বছর মিউজিশিয়ান কাটাগরীতে তবলাতে বিজয় সাহা, মন্দিরাতে লোকমান হাকিম, নাট্য এবং অভিনয়ে সিডনির নাট্য ব্যক্তিত্ব শাহীন শাহনেয়াজ, কমিউনিটি ওয়ার্কে আবদুস সোবহান এবং বাংলা ভাষা ও কৃষ্টি নিয়ে কাজের জন্য সিডনীর প্রিয়মুখ নাজমুল খানকে ‘মেন্টর অফ বাঙালি কালচার’ ভবের হাট আজীবন সন্মাননা পুরষ্কারে সন্মানিত করা হয়। এছাড়াও ওয়ান ষ্টপ বিল্ডার্স এর সিইও এবং কর্ণধার সেলিম চৌধুরীকে স্পন্সর ক্যাটাগরীতে সন্মাননা প্রদান করা হয়।

প্রধান অতিথি বাংলাদেশ কনসল জেনারেল সিডনি শাখওয়াত হোসেন এবং প্রতিতী’র প্রতিষ্ঠাতা বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সিরাজুস সালেকিন গুণীজনদের ফুল, উত্তোরিও ও ক্রেষ্ট প্রদানের মাধ্যমে সন্মাননা প্রদান করেন। যন্ত্র সংগীত, লোকনৃত্য ও বাউল গানের মূর্ছনায় হলভরা দর্শকরা প্রাণভরে উপভোগ করেন বাউল গানের এই আসরের প্রতিটি মুহুর্ত।

অর্পিতা সোম চৌধুরীর কোরিয়োগ্রাফীতে সিডনিতে ভবের হাট শিল্পীদের লাইফ গান ‘ঘাটে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া যাও মাঝি’ এবং অর্পিতা ও ভবের হাট শিল্পীদের লাইফ গান ‘বিহুরে লগন মধুরে এ লগন’ এর সাথে নৃত্য পরিবেশন করেন হেনা খাতুন, শীতল শাখওয়াত এবং জেবিন মেহরুবা।

গান পরিবেশন করেন- বনফুল বড়ুয়া, লামিয়া আহমেদ, নিলাদ্রী চক্রবর্তী ও ভবের হাটের কর্ণধার ফারিয়া আহমেদ। নিলাদ্রী চক্রবর্তীর প্রতিটি গানে দর্শকরা মুহুমুহু করতালি দিয়ে তাকে অভিবাদন জ্ঞাপন করেন।

আকর্ষণ ছিল বনফুল ও শাকিলের মুড়ির টিন গান। চিটাগাং এর আঞ্চলিক ভাষায় গাওয়া এই গান শ্রোতারা উপভোগ করেন। দর্শকদের অনুরোধে লুনিয়ার গাওয়া গান ‘মারিয়া ভুজঙ্গ তীর’ এক বিশেষ মাত্রা যোগ হয়। ফারিয়া গাওয়া ক্লাসিক্যাল ফোক ছিল দর্শকদের জন্য ছিল বিশেষ বাড়তি পাওয়া। তবলায় বিজয় সাহা, গিটারে সোহেল খান, অক্টোপ্যাডে আলী কাওসার, দোতারায় ফয়সাল সজীব, কী-বোর্ডে নিলাদ্রী চক্রবর্তী, গিটারে বনফুল, মন্দিরাতে লোকমান হাকিম এবং বিশিষ্ট সারোদ শিল্পী তানিম হায়াত খান রাজিত। সাউন্ড নিয়ন্ত্রন করেন সন, রহমান ও মাহাদী। ফটোগ্রাফীতে কবিরুল ইসলাম, আবু তারিক মলয় বিশ্বাস ও হোসেন প্রোডাকসন। মঞ্চসজ্জা ও প্রজেক্টর পরিচালনায় জাকী খন্দকার ও সুমন কবীর। সহযোগিতায় লিংকন, রানা ও সুমন।

অনুষ্ঠানে শিল্পীদের রাতের খাবার সরবরাহ করেন নওয়াব রেষ্টুরেন্টের পরিচালক মো. লুৎফর রহমান টিপু ও শফিক শেখ। সাধারণ দর্শকদের জন্য খাবার সাপ্লাই করে টুকি টাকি মিন্টো। স্পন্সর প্রদান করেন ওয়ান ষ্টপ বিল্ডারসের সিইও সেলিম চেীধুরী। সবশেষে সকল সুধী দর্শক, আগত অতিথি, সন্মানিত স্পন্সর, মিডিয়া প্রতিনিধি, সকল শিল্পী ও কলাকুশলীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে এবং আগামী বছর ভবের হাট সিজন নাইনের সম্ভাব্য তারিখ (১ম সপ্তাহ মার্চ ২০২৫) ঘোষণা এবং বাংলার মাটি ও মানুষের গানের পাশে থাকার অনুরোধ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানেন ভবের হাটের কর্নধার ফারিয়া আহমেদ।

 

নিউজটি শেয়ার করুন

 

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

 

ট্যাগস :

 

 

সিডনিতে বাউল গানের আসর ‘ভবের হাট’

আপডেট সময় : ০৯:১৪:০৬ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪

এদিন মিলনায়তন ছিল দর্শক উপস্থিতিতে পূর্ণ। অনুষ্ঠানে বিভিন্ন ঘরানার লোকগীতি পরিবেশন করেন প্রবাসী বাংলাদেশি সংগীতশিল্পীরা। এ সময় হলভর্তি দর্শক সারিতে ছিলেন সিডনিপ্রবাসী বাংলাদেশিরা।

শাকিল চেীধুরী প্রাণবন্ত সঞ্চালনায় ও ফারিয়া আহমেদের পরিকল্পনা, নির্দেশনা এবং পরিচালনায় প্রতি বছরের মত বাংলার মাটি ও মানুষের বাউল গান এবারো পরিণত হয় একখন্ড বাউল আখরার বাংলাদেশ।

সিডনির বিশিষ্ট তবলা বাদক বিজয় সাহার ক্ল্যাসিক্যাল বাদ্যের মূর্ছনায় শুরু হয় অনুষ্ঠান। তিনি তবলার বাজানোর পাশাপাশি ঢোল, খোল, নাল, জিম্বে, কঙ্গো, বঙ্গো, শেকার, পিয়ানো, কীবোর্ড, হারমোনিয়াম এবং পার্কাশন সহ আরো অনেক যন্ত্র বাজায়ে দর্শকদের অভিভূত করেন। তাকে সহযোগিতা করেন অন্যান্যরা।

অনুষ্ঠানের আকর্ষণীয় পর্ব ছিল গুণীজন সংবর্ধণা। এ বছর মিউজিশিয়ান কাটাগরীতে তবলাতে বিজয় সাহা, মন্দিরাতে লোকমান হাকিম, নাট্য এবং অভিনয়ে সিডনির নাট্য ব্যক্তিত্ব শাহীন শাহনেয়াজ, কমিউনিটি ওয়ার্কে আবদুস সোবহান এবং বাংলা ভাষা ও কৃষ্টি নিয়ে কাজের জন্য সিডনীর প্রিয়মুখ নাজমুল খানকে ‘মেন্টর অফ বাঙালি কালচার’ ভবের হাট আজীবন সন্মাননা পুরষ্কারে সন্মানিত করা হয়। এছাড়াও ওয়ান ষ্টপ বিল্ডার্স এর সিইও এবং কর্ণধার সেলিম চৌধুরীকে স্পন্সর ক্যাটাগরীতে সন্মাননা প্রদান করা হয়।

প্রধান অতিথি বাংলাদেশ কনসল জেনারেল সিডনি শাখওয়াত হোসেন এবং প্রতিতী’র প্রতিষ্ঠাতা বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সিরাজুস সালেকিন গুণীজনদের ফুল, উত্তোরিও ও ক্রেষ্ট প্রদানের মাধ্যমে সন্মাননা প্রদান করেন। যন্ত্র সংগীত, লোকনৃত্য ও বাউল গানের মূর্ছনায় হলভরা দর্শকরা প্রাণভরে উপভোগ করেন বাউল গানের এই আসরের প্রতিটি মুহুর্ত।

অর্পিতা সোম চৌধুরীর কোরিয়োগ্রাফীতে সিডনিতে ভবের হাট শিল্পীদের লাইফ গান ‘ঘাটে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া যাও মাঝি’ এবং অর্পিতা ও ভবের হাট শিল্পীদের লাইফ গান ‘বিহুরে লগন মধুরে এ লগন’ এর সাথে নৃত্য পরিবেশন করেন হেনা খাতুন, শীতল শাখওয়াত এবং জেবিন মেহরুবা।

গান পরিবেশন করেন- বনফুল বড়ুয়া, লামিয়া আহমেদ, নিলাদ্রী চক্রবর্তী ও ভবের হাটের কর্ণধার ফারিয়া আহমেদ। নিলাদ্রী চক্রবর্তীর প্রতিটি গানে দর্শকরা মুহুমুহু করতালি দিয়ে তাকে অভিবাদন জ্ঞাপন করেন।

আকর্ষণ ছিল বনফুল ও শাকিলের মুড়ির টিন গান। চিটাগাং এর আঞ্চলিক ভাষায় গাওয়া এই গান শ্রোতারা উপভোগ করেন। দর্শকদের অনুরোধে লুনিয়ার গাওয়া গান ‘মারিয়া ভুজঙ্গ তীর’ এক বিশেষ মাত্রা যোগ হয়। ফারিয়া গাওয়া ক্লাসিক্যাল ফোক ছিল দর্শকদের জন্য ছিল বিশেষ বাড়তি পাওয়া। তবলায় বিজয় সাহা, গিটারে সোহেল খান, অক্টোপ্যাডে আলী কাওসার, দোতারায় ফয়সাল সজীব, কী-বোর্ডে নিলাদ্রী চক্রবর্তী, গিটারে বনফুল, মন্দিরাতে লোকমান হাকিম এবং বিশিষ্ট সারোদ শিল্পী তানিম হায়াত খান রাজিত। সাউন্ড নিয়ন্ত্রন করেন সন, রহমান ও মাহাদী। ফটোগ্রাফীতে কবিরুল ইসলাম, আবু তারিক মলয় বিশ্বাস ও হোসেন প্রোডাকসন। মঞ্চসজ্জা ও প্রজেক্টর পরিচালনায় জাকী খন্দকার ও সুমন কবীর। সহযোগিতায় লিংকন, রানা ও সুমন।

অনুষ্ঠানে শিল্পীদের রাতের খাবার সরবরাহ করেন নওয়াব রেষ্টুরেন্টের পরিচালক মো. লুৎফর রহমান টিপু ও শফিক শেখ। সাধারণ দর্শকদের জন্য খাবার সাপ্লাই করে টুকি টাকি মিন্টো। স্পন্সর প্রদান করেন ওয়ান ষ্টপ বিল্ডারসের সিইও সেলিম চেীধুরী। সবশেষে সকল সুধী দর্শক, আগত অতিথি, সন্মানিত স্পন্সর, মিডিয়া প্রতিনিধি, সকল শিল্পী ও কলাকুশলীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে এবং আগামী বছর ভবের হাট সিজন নাইনের সম্ভাব্য তারিখ (১ম সপ্তাহ মার্চ ২০২৫) ঘোষণা এবং বাংলার মাটি ও মানুষের গানের পাশে থাকার অনুরোধ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানেন ভবের হাটের কর্নধার ফারিয়া আহমেদ।