গাজার ‘নিরাপদ অঞ্চলে’ তীব্র হামলা ইসরাইলের
- আপডেট সময় : ১২:৪৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪
- / 71
যুদ্ধবিরতির তৎপরতার মধ্যেই গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। স্থানীয় বাসিন্দারা জানান, রাতভর রাফার পশ্চিমে আকাশ, স্থল ও সমুদ্রপথে হামলা চালিয়েছে দখলদার রাষ্ট্রটির সেনারা। এতে রাতের আঁধারেই বাসিন্দাদের ঘরবাড়ি ও তাঁবু ছেড়ে পালাতে হয়েছে।
বাসিন্দারা বলেন, ইসরাইলি বাহিনী রাফার আরও পশ্চিমে সমুদ্র তীরবর্তী আল-মাওয়াইস এলাকার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছে। মে মাসের শুরুর দিকে রাফায় অভিযান শুরুর পর এই এলাকাকে ‘নিরাপদ অঞ্চল’ ঘোষণা করেছিল ইসরাইলি সেনাবাহিনী।
তবে আল-মাওয়াইস এলাকায় হামলার বিষয়টি অস্বীকার করেছে ইসরাইল। এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা শুধু গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ‘নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা’ চালিয়েছে।
রাফায় অভিযান শুরুর আগে সেখানে প্রায় ১০ লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন। ইসরাইলি বাহিনীর অভিযানের মুখে রাফা ছেড়ে তারা কিছুটা উত্তরে সরে গিয়ে মধ্য গাজার খান ইউনিস ও দেইর আল-বালাহ এলাকায় আশ্রয় নিয়েছেন।
ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, বৃহস্পতিবার দিনের প্রথম দিকেও আল-মাওয়াইসি এলাকায় ইসরাইলি সেনারা আকাশ, ভূমি এবং সমুদ্র পথে বোমাবর্ষণ করে।
জাতিসংঘের কয়েকজন কর্মকর্তা ইতোমধ্যে বলেছেন, ইসরাইল যে এলাকাকে নিরাপদ অঞ্চল বলে দাবি করছে প্রকৃতপক্ষে সেখানে উদ্বাস্তু গাজাবাসীর জন্য নিরাপত্তার কিছুই নেই।
এদিকে ইসরাইলি বাহিনীর হামলায় ২৪ ঘণ্টায় গাজায় আরও ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০৫ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৩৭ হাজার ২৩২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮৫ হাজারের বেশি।
নিউজটি শেয়ার করুন