যুক্তরাষ্ট্রের সঙ্গে ১০ বছরের নিরাপত্তা চুক্তি করছে ইউক্রেন
- আপডেট সময় : ০৮:৫৩:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪
- / 55
১০ বছরের নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন। ইতালিতে জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ চুক্তিতে স্বাক্ষর করবেন।
মার্কিন-ইউক্রেন চুক্তির জন্য কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন নেই এবং ভবিষ্যতে ট্রাম্প ক্ষমতায় এলে তার প্রশাসন চাইলে এটি বাতিল করতে পারবে। এর আগে বাইডেন বলেছিলেন, ইসরায়েলকে যেভাবে আর্থিক ও সামরিক সহায়তার পাশাপাশি যৌথ অস্ত্র উৎপাদনের সুযোগ দেওয়া হচ্ছে সেভাবেই ইউক্রেনকে সুবিধা দেবে যুক্তরাষ্ট্র।
দুই নেতা বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করবেন। সেখানে ইউক্রেনের ন্যাটোতে যোগদানের সময় এবং দেশটির অভ্যন্তরে বিদেশী সামরিক প্রশিক্ষকদের পাঠানোর সময়সূচি নিয়ে কথা উঠতে পারে।
দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তিতে বলা হয়েছে, ইউক্রেনের বিরুদ্ধে ভবিষ্যতে রাশিয়া হামলা চালালে উভয় পক্ষ আগ্রাসন মোকাবেলা এবং প্রতিরোধ করার ব্যবস্থা নির্ধারণের জন্য ২৪ ঘন্টার মধ্যে পরামর্শ করবে। তবে চুক্তিতে ভবিষ্যত আক্রমণ সংজ্ঞায়িত করা হয়নি।
জেলেনস্কি বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিটি নজিরবিহীন হবে, যেমনটি ইউক্রেনকে সমর্থনকারী নেতাদের জন্য হওয়া উচিত।’
নিউজটি শেয়ার করুন