‘ডাইনি’ নিয়ে ব্যস্ত ‘তুফান’ নায়িকা মিমি চক্রবর্তী

- আপডেট সময় : ০৯:৪৪:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪
- / 174
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অনেকদিন ধরেই ওটিটি ও বড় পর্দা তার উল্লেখযোগ্য কোনও কাজ ছিল না। এরপর বিরতি ভেঙে বাংলাদেশি সিনেমা দিয়ে আবারও আলোচনায় আসেন তিনি। শাকিব খানের বিপরীতে তুফান সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো জুটি বাঁধেন তিনি। এরপরই অভিনয়ে ব্যস্ততা বারে এই অভিনেত্রীর।
বর্তমানে মিমি কলকাতায় অবস্থান করছেন। সেখানে তিনি ব্যস্ত আছেন নতুন একটি ওয়েব সিরিজের শুটিং নিয়ে। সিরিজের নাম ‘ডাইনি’। এটি পরিচালনা করছেন নির্ঝর মিত্র। এই সিরিজ দিয়েই ওটিটি ইন্ডাস্ট্রিতে পা রাখছেন মিমি।
ওয়েব সিরিজটির শুটিং ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। কঠিন গোপনীয়তার মাঝে টানা ১০ দিন কলকাতার বিভিন্ন শহরে এর চিত্র ধারণ করা হয়েছে বলেও পরিচালকের পক্ষ থেকে নিশ্চিত করা হয়।
সিরিজটিতে মিমি আসলে কি চরিত্রে অভিনয় করছে সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, বড় চমক নিয়ে হাজির হচ্ছেন তিনি। মনে রাখার মতো একটি কাজ হতে যাচ্ছে ‘ডাইনি’।
সিরিজে কারা কারা অভিনয় করছে সে বিশষয়ে এখনো বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। তবে ‘ডাইনি’ চরিত্রে কৌশানি মুখার্জিকে যে অভিনয় করতে দেখা যাবে সেটি খোলাসা করেছেন পরিচালক।