৭৫ বছর বয়সী নারী জিতলেন ৫০ লাখ ডলারের লটারি
- আপডেট সময় : ০৪:৫৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪
- / 43
সম্প্রতি ক্যানসারের চিকিৎসা শেষ করেছেন পেনসিলভেনিয়ার এক নারী। এরপর কিনেছিলেন একটি লটারির টিকেট। সেটি ঘষে দেখতে পারেন ৫০ লাখ ডলার জিতেছেন। যা তিনি নিজ চোখে বিশ্বাসই করতে পারছিলেন না।
পেনসিলভেনিয়ার লটারি কর্মকর্তাদের ৭৫ বছর বয়সী ডোনা অসবর্ন বলেন, ফ্লোরিডায় যাওয়ার জন্য তিনি মেয়েকে নিয়ে বিমানবন্দরে ছিলেন। সে সময় তাদের ফ্লাইট বিলম্ব হয়।
ওসবর্ন বলেন, ফ্লাইটটি অনেক দেরি করছিল ও আমি বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেই। এ সময় তার মেয়ে একা ফ্লোরিডা যাওয়ার জন্য প্রস্তুতি নেয়।
ওসবর্ন আরও বলেন, আমি যদি বিমানবন্দর না ছাড়তাম তাহলে ওই টিকেট কেনাই হতো না। পেনসিলভেনিয়ার একটি গ্যাস স্টেশন থেকে লটারির টিকেটটি কেনেন। তার এই টিকেটটি ছিল পেনসিলভেনিয়ার স্ক্রাচ অব গেইমের অংশ। কেনার পর এটি ঘষে দেখতে হয়।
ওসবর্ন গ্যাস স্টেশনে টিকেটটি ঘষে যা দেখতে পান তা তিনি কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না।
এ সময় তিনি স্টোরে চলে যান এবং এটি একজনকে দেখতে বলেন যে এটি সঠিক নাকি ভুল। সেখানের ক্লার্ক বলেন, এটি সঠিক।
এই সুসংবাদটি দেওয়ার জন্য মেয়েকে ফোন করেন ওসবর্ন। কিন্তু তার মেয়েরও বিশ্বাস হচ্ছিল না।
লটারি কর্মকর্তাদের তিনি বলেছেন, এর আগেও তিনি এই গেইম খেলেছেন। কিন্তু জন্মদিনের সময় এবার পুরস্কার এল।
লটারি জিতে অসবর্ন আরও বলেছেন, আমি জানি না আমি নিজের সঙ্গে কী করব, তবে আমকে সামানের দিকে চলতে হবে। অর্থের কিছু অংশ তিনি বিনিয়োগ করে আলস্কা যাওয়ার কথাও জানিায়েছেন।
সূত্র: সিএনএন
নিউজটি শেয়ার করুন