ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

 

স্বর্ণমুদ্রায় শাহরুখকে বিশেষ সম্মাননা!

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:২০:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০২৪
  • / 46
ডেইলি আর্থ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

বলিউড কিং শাহরুখ খানের সম্মান সারা বিশ্বজুড়েই। এশিয়া থেকে উত্তর আমেরিকা, বিশ্বের সবখানেই দাপট রয়েছে শাহরুখের। সম্প্রতি ফ্রান্সের প্যারিসে বিশেষ সম্মান জানানো হয়েছে কিং খানকে। তাকে নিয়ে বানানো হয়েছে বিশেষ স্বর্ণমুদ্রা; যা অভিনেতার নামে বানানো এটি কোনো প্রথম স্বর্ণমুদ্রা।

ভারতীয় গণমাধ্যমের খবর, প্যারিসের গ্রেভিন মিউজিয়ামের পক্ষ থেকে বিশেষ সম্মান জানানো হয়েছে শাহরুখকে। সেখানেই শোভা পেয়ছে শাহরুখের স্বর্ণমুদ্রা; সেই সোনার কয়েনে ফুটে উঠেছে শাহরুখের ছবি। এই প্রথম কোনও অভিনেতার নামে এমন স্বর্ণমুদ্রা তৈরি করা হয়েছে বলে জানা গেছে। আর এ সম্মান পেয়ে আপ্লুত স্বয়ং শাহরুখ ও তার ভক্ত-অনুরাগীরা।

এই মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে বিশেষ সম্মানে ভুষিত হলেও সব মিলিয়ে বেশ চাপেই আছেন শাহরুখ। তার পরিচালিত প্রথম সিরিজের কাজ করছেন, এতে টাকাও ঢালছেন ব্যপক। এদিকে ছেলের ক্যারিয়ার সামলাতে খুলে দিয়েছেন পোশাকের কোম্পানি। এছাড়াও মেয়ে সুহানার ক্যারিয়ার গড়তে ২০০ কোটি টাকা খরচ করে ছবি প্রযোজনা করতে চলেছেন বলিউড বাদশা।

ইতোমধ্যে পরিচালক জোয়া আখতারের হাত ধরে নেটফ্লিক্সে ‘দ্য আর্চিস’ ছবি দিয়ে হাতে খড়ি হয়েছে সুহানার। তবে তার অভিনয় খুব একটা দাগ কাটতে পারেনি। উলটে সুহানাকে নিয়ে নানা ট্রল নজরে এসেছিল। তবে এসব কোনোকিছুকেই পাত্তা দেয়নি সুহানা-শাহরুখ কেউই; শাহরুখকন্যার মন এখন নতুন ছবিতে।

এদিকে জল্পনা ছিল সুজয় ঘোষের পরিচালনাতে বড়পর্দায় স্ক্রিন শেয়ার করবেন শাহরুখ ও সুহানা। শোনা যাচ্ছে, শাহরুখের সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করবেন সিদ্ধার্থ আনন্দ।

আবার এ ছবির মধ্যদিয়ে প্রথমবার শাহরুখ-সুহানা একসঙ্গে। সেই ছবি নিয়ে যে অনুরাগীদের কৌতূহল তুঙ্গে থাকবে তা বলাই বাহুল্য। ঘনিষ্ঠ সূত্রে খবর, সুজয় ঘোষের এই স্পাই থ্রিলারে সুহানার চরিত্রকে আরও বলিষ্ঠ করার উদ্দেশে শাহরুখের জন্য বিশেষভাবে একটি চরিত্র ডিজাইন করা হয়েছে। গোয়েন্দার ভূমিকায় যেখানে বাদশাকন্যা থাকছেন, সেখানে কিং খানকে ‘হ্যান্ডলার’-এর চরিত্রে দেখা যেতে পারে। যিনি রহস্য সমাধানে সুহানাকে চালিত করবেন।

ইতোমধ্যে ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়েছে। অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার।

 

 

নিউজটি শেয়ার করুন

 

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

 

ট্যাগস :

 

 

স্বর্ণমুদ্রায় শাহরুখকে বিশেষ সম্মাননা!

আপডেট সময় : ০৭:২০:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০২৪

 

বলিউড কিং শাহরুখ খানের সম্মান সারা বিশ্বজুড়েই। এশিয়া থেকে উত্তর আমেরিকা, বিশ্বের সবখানেই দাপট রয়েছে শাহরুখের। সম্প্রতি ফ্রান্সের প্যারিসে বিশেষ সম্মান জানানো হয়েছে কিং খানকে। তাকে নিয়ে বানানো হয়েছে বিশেষ স্বর্ণমুদ্রা; যা অভিনেতার নামে বানানো এটি কোনো প্রথম স্বর্ণমুদ্রা।

ভারতীয় গণমাধ্যমের খবর, প্যারিসের গ্রেভিন মিউজিয়ামের পক্ষ থেকে বিশেষ সম্মান জানানো হয়েছে শাহরুখকে। সেখানেই শোভা পেয়ছে শাহরুখের স্বর্ণমুদ্রা; সেই সোনার কয়েনে ফুটে উঠেছে শাহরুখের ছবি। এই প্রথম কোনও অভিনেতার নামে এমন স্বর্ণমুদ্রা তৈরি করা হয়েছে বলে জানা গেছে। আর এ সম্মান পেয়ে আপ্লুত স্বয়ং শাহরুখ ও তার ভক্ত-অনুরাগীরা।

এই মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে বিশেষ সম্মানে ভুষিত হলেও সব মিলিয়ে বেশ চাপেই আছেন শাহরুখ। তার পরিচালিত প্রথম সিরিজের কাজ করছেন, এতে টাকাও ঢালছেন ব্যপক। এদিকে ছেলের ক্যারিয়ার সামলাতে খুলে দিয়েছেন পোশাকের কোম্পানি। এছাড়াও মেয়ে সুহানার ক্যারিয়ার গড়তে ২০০ কোটি টাকা খরচ করে ছবি প্রযোজনা করতে চলেছেন বলিউড বাদশা।

ইতোমধ্যে পরিচালক জোয়া আখতারের হাত ধরে নেটফ্লিক্সে ‘দ্য আর্চিস’ ছবি দিয়ে হাতে খড়ি হয়েছে সুহানার। তবে তার অভিনয় খুব একটা দাগ কাটতে পারেনি। উলটে সুহানাকে নিয়ে নানা ট্রল নজরে এসেছিল। তবে এসব কোনোকিছুকেই পাত্তা দেয়নি সুহানা-শাহরুখ কেউই; শাহরুখকন্যার মন এখন নতুন ছবিতে।

এদিকে জল্পনা ছিল সুজয় ঘোষের পরিচালনাতে বড়পর্দায় স্ক্রিন শেয়ার করবেন শাহরুখ ও সুহানা। শোনা যাচ্ছে, শাহরুখের সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করবেন সিদ্ধার্থ আনন্দ।

আবার এ ছবির মধ্যদিয়ে প্রথমবার শাহরুখ-সুহানা একসঙ্গে। সেই ছবি নিয়ে যে অনুরাগীদের কৌতূহল তুঙ্গে থাকবে তা বলাই বাহুল্য। ঘনিষ্ঠ সূত্রে খবর, সুজয় ঘোষের এই স্পাই থ্রিলারে সুহানার চরিত্রকে আরও বলিষ্ঠ করার উদ্দেশে শাহরুখের জন্য বিশেষভাবে একটি চরিত্র ডিজাইন করা হয়েছে। গোয়েন্দার ভূমিকায় যেখানে বাদশাকন্যা থাকছেন, সেখানে কিং খানকে ‘হ্যান্ডলার’-এর চরিত্রে দেখা যেতে পারে। যিনি রহস্য সমাধানে সুহানাকে চালিত করবেন।

ইতোমধ্যে ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়েছে। অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার।