সৌদির কাছে আক্রমণাত্মক অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র
- আপডেট সময় : ০২:৩৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪
- / 49
সৌদি আরবের কাছে আক্রমণাত্মক অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (৯ আগস্ট) মার্কিন পররাষ্ট্রদপ্তর এই তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।
২০১৫ সালে ইয়েমেন সরকারকে ইরানের মদতপুষ্ট হুতি বিদ্রোহী বাহিনীর হামলা থেকে রক্ষা করতে সৌদি আরবের সেনা আমেরিকার দেওয়া ‘আক্রমণাত্মক অস্ত্র’ ব্যবহার করেছিল বলে অভিযোগ ওঠে। তার ফলে শিয়া জনগোষ্ঠীর কয়েক হাজার সাধারণ নাগরিক নিহত হয়েছিলেন। এর পরেই সৌদির বিরুদ্ধে ২০২১ সালে ওই নিষেধাজ্ঞা বলবৎ করেছিল বাইডেন সরকার।
২০২২ সালে সৌদি ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়। এরপর থেকে তাদের মধ্যে পাল্টাপাল্টি হামলা বন্ধ রয়েছে।
শুক্রবার (৯ আগস্ট) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রয়টার্সকে জানান, আকাশ থেকে ভূমিতে হামলা চালানোর মতো অস্ত্র সৌদি আরবের কাছে বিক্রি সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে। প্রচলিত অস্ত্র হস্তান্তর নীতি অনুযায়ী দেশটিকে এসব অস্ত্র সরবরাহের বিবেচনা করা হবে।
মার্কিন কংগ্রেসের একজন সহকারী বলেছেন, বাইডেন প্রশাসন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত সম্পর্কে গত সপ্তাহে কংগ্রেসকে অবহিত করেছে।
একটি সূত্র রয়টার্সকে বলেছে, চলতি সপ্তাহ থেকে সৌদি আরবে আবার অস্ত্র বিক্রি শুরু হতে পারে।
মার্কিন আইন অনুযায়ী, বড় আন্তর্জাতিক অস্ত্র চুক্তিগুলো চূড়ান্ত হওয়ার আগে কংগ্রেসের সদস্যদের সঙ্গে পর্যালোচনা করতে হয়।
২০২২ সালে সৌদি ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়। এরপর থেকে তাদের মধ্যে পাল্টাপাল্টি হামলা বন্ধ রয়েছে।
নিউজটি শেয়ার করুন