চীনের লিয়াওনিং প্রদেশে ভারী বর্ষণে নিহত ১১, নিখোঁজ ১৪
- আপডেট সময় : ১১:০২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪
- / 52
প্রবল বৃষ্টিতে চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশের হুলদাও শহরে কমপক্ষে ১১ জন মারা গিয়েছেন। এখনও নিখোঁজ ১৪ জন। পাশাপাশি ভারীবর্ষণের ফলে ১.৪৪ বিলিয়ন ডলারের রাস্তা এবং সেতুর ব্যপক ক্ষতি হয়েছে। শনিবার চীনের স্থানীয় সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে।
বিশেষ করে ভারী বৃষ্টিপাত হুলদাও শহরের জিয়ানচ্যাং কাউন্টি এবং সুইজং কাউন্টিতে মারাত্মক ক্ষতি হয়েছে। রাস্তাঘাটের পাশাপাশি বিদ্যুৎ লাইন, যোগাযোগ নেটওয়ার্ক, বাড়িঘর এবং ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে, বর্তমানে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট পুনরুদ্ধারের চেষ্টা করা হচ্ছে। প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী, এই ভয়ানক বৃষ্টিপাতের ফলে হুলদাওতে প্রায় ১৮৮,৭৫৭ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
অতিরিক্তভাবে, নয়টি জাতীয় ও প্রাদেশিক প্রধান সড়ক এবং ২১০ টি গ্রামীণ রাস্তা ব্যপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৮৭ টি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সংবাদসূত্রের খবর। গত বুধবার থেকেই চীনে এই দুর্যোগ শুরু হয়েছে। চীনের জাতীয় দুর্যোগ প্রতিরোধ ও ত্রাণ শিবির ইতিমধ্যেই জরুরী নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। বিশেষ করে চীনের লিয়াওনিং প্রদেশের কিছু অংশ মুষলধারার বৃষ্টির কারণে ব্যপক ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে যোগাযোগ এবং পরিবহন ব্যবস্থা ব্যাহত হয়েছে। কর্মকর্তারা যোগাযোগ সহায়তা নিশ্চিতেদ জন্যে স্যাটেলাইট এবং ড্রোন মোতায়েন করেছে।
এই মূহুর্তে চীনের ন্যাশনাল কমপ্রিহেনসিভ ফায়ার অ্যান্ড রেসকিউ টিমের প্রায় ৫০০ জনের উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করছে। এখনও চীনে ভয়াবহ বৃষ্টিপাত হচ্ছে। বিশেষ করে, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চীনের উত্তর ও দক্ষিণ অংশে ব্যপক বন্যার সৃষ্টি করেছে। স্থানীয়দের উদ্দেশ্যে আগাম সতর্কতা জারি করেছে চীন প্রশাসন।
নিউজটি শেয়ার করুন