ইংলিশ চ্যানেলে নৌকাডুবে ১২ অভিবাসীর মৃত্যু
- আপডেট সময় : ০৯:২৬:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
- / 80
যুক্তরাজ্যে যাওয়ার পথে ইংলিশ চ্যানেলে নৌকাডুবে অন্তত ১২ জন অভিবাসী প্রাণ হারিয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার ফ্রান্সের বুলান শহরের কাছে নৌকাটি ডুবে যায়। খবর রয়টার্সের।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন জানিয়েছেন, নৌকাটি অতিরিক্ত যাত্রীবোঝাই ছিলো। তাছাড়া অধিকাংশ যাত্রীর লাইফজ্যাকেট ছিলো না। নৌকাডুবির ঘটনায় এখনো দুজন অভিবাসী নিখোঁজ রয়েছে।
ফরাসি কোস্টগার্ড জানিয়েছে, নৌকাডুবির ঘটনায় ৫০ জনের বেশি অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রতি বছর হাজার হাজার মানুষ সামুদ্রিক পথ ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ফ্রান্স থেকে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা করেন। কেউ কেউ সফল হন। তবে অনেকেই মুখোমুখি হন ভয়াবহ বিপদের।
ইংলিশ চ্যানেল দিয়ে অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ ঠেকাতে ফ্রান্স ও যুক্তরাজ্য সরকার সবসময়ই সচেষ্ট থাকলেও এই ঝুঁকিপূর্ণ যাত্রা থামানো যাচ্ছে না। চ্যানেলে ক্রমবর্ধমান মৃতের সংখ্যার জন্য অসাধু পাচারকারীদের দায়ী করছেন কর্মকর্তারা।
নিউজটি শেয়ার করুন