শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হরিনি অমরসুরিয়া
- আপডেট সময় : ১০:৫৩:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
- / 48
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন হরিনি অমরসুরিয়া। দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে তাকে দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছে। গতকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) হরিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।
এই পদে নিযুক্ত করা তৃতীয় নারী এবং দেশটির ১৬তম প্রধানমন্ত্রী হলেন হরিনি অমরসুরিয়া।
৫৪ বছর বয়সী হরিনি একসময় সমাজবিজ্ঞানের প্রভাষক ছিলেন। বর্তমানে তিনি লিঙ্গ সমতা এবং সংখ্যালঘু অধিকার বিষয়ক একজন কর্মী। অমরসুরিয়া ২০১৯ সালে দিসানায়েকের সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নেন এবং পরের বছর সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। তার জনসেবামূলক কর্মকাণ্ড শুরু হয় ২০১১ সালে, যখন তিনি বিনামূল্যে শিক্ষার দাবিতে আন্দোলনে যোগ দেন।
বিভিন্ন সামাজিক ন্যায়বিচার ইস্যুতে তার সক্রিয় ভূমিকার জন্য পরিচিত হয়ে উঠেছেন।
এদিকে শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট দিশানায়েকের নেতৃত্বাধীন রাজনৈতিক দলের নাম জনতা ভিমুক্তি পেরেুমুনার (পিপলস লিবারেশন ফ্রন্ট-জেভিপি)। গত শনিবার (২১ সেপ্টেম্বর) ৪২.৪১ শতাংশ ভোট পেয়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন বামপন্থী রাজনীতিবিদ অনুরা কুমারা দিসানায়েকে।
তিনি নিজে অর্থমন্ত্রীর দায়িত্বও নিয়েছেন, কারণ শ্রীলঙ্কা তার ৭০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট ও খেলাপি ঋণ থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে।
তিনি দেশের দরিদ্র জনগোষ্ঠীর সহায়তায় অঙ্গীকারবদ্ধ রয়েছেন।
২০২২ সালে বিদেশি মুদ্রার ঘাটতির কারণে শ্রীলঙ্কার অর্থনীতি ভেঙে পড়ে। এরপর তীব্র বিক্ষোভের মুখে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন এবং পরবর্তীতে পদত্যাগ করেন। এ ঘটনার পর দেশটির প্রথম নির্বাচন এটি।
সূত্র : রয়টার্স
নিউজটি শেয়ার করুন