নাসরুল্লাহ হত্যাকাণ্ডে কাশ্মীরে বিক্ষোভ
- আপডেট সময় : ০৭:১৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
- / 44
ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ হত্যার নিন্দা জানিয়ে ভারত-শাসিত কাশ্মীরে বিক্ষোভ সমাবেশ করেছেন শত শত বাসিন্দা। রোববার তারা লেবানিজ এ নেতার ছবি নিয়ে সড়কে নেমে বিক্ষোভ করেন।
সড়কে নেমে বিক্ষোভকারীরা ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের নিয়ে “ও শহীদ, আমরা তোমাদের সঙ্গে আছি” বলে স্লোগান দেন। তারা ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের নিন্দা জানিয়ে প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন।
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ শনিবার নাসরাল্লাহ হত্যাকাণ্ডের তথ্য নিশ্চিত করে। আগের দিন শুক্রবার বৈরুতের দক্ষিণাঞ্চলে দহিয়েহ শহরতলীতে তিনি নিহত হন।
গত বছরের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হলে ইসরায়েল ও লেবাননের মধ্যে আন্তঃসীমান্ত সংঘাত শুরু হয়। গত কয়েকদিন ধরে ইসরায়েল দেশটিতে বেশ বড় পরিসরে হামলা চালিয়ে আসছে।
২৫ বছর বয়সী কলেজ ছাত্র আব্বাস আলি শনিবার কাশ্মীরের প্রধান শহর শ্রীনগরে বিক্ষোভ করছিলেন। তিনি আল জাজিরাকে বলেন, নাসরুল্লাহ অত্যাচার এবং অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। আমরা সেই বিশ্বনেতাদের ঘৃণা করি, যারা গাজা ও লেবাননে রক্তপাত অব্যাহত থাকার পরও নীরব রয়েছেন।
২০ বছর বয়সী অমল মির্জা শহরের সাইদা কাদাল এলাকায় বিক্ষোভ করছিলেন। তিনি আল জাজিরাকে বলেন, ইসরায়েল যা করছে, তাতে আর আমরা নীরব থাকব না। আমরা মৃত্যুর ভয় করি না। আমরা নির্যাতিতদের পক্ষে।
শিয়া সংগঠন অল জম্মু অ্যান্ড কাশ্মীর শিয়া অ্যাসোসিয়েশন (এজেকেএসএ) রোববার সন্ধ্যায় শ্রীনগরের ইমামবাড়া জাদিবলে এক বিক্ষোভের ডাক দেয়।
জ্যেষ্ঠ শিয়া নেতা ইমরান আনসারি বলেন, আমরা হাসান নাসরুল্লাহর জীবনের প্রতি সম্মান জানাই। তার অটল সংকল্প, কৌশলগত নেতৃত্ব স্মরণ করছি। তার হত্যা আমাদের ন্যায়বিচার ও সাম্যের জন্য সংগ্রাম করার সংকল্পকে ক্ষুণ্ন করবে না।
কাশ্মীরে শিয়া-অধ্যুষিত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় কয়েকশ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
কাশ্মীরিরা দীর্ঘদিন ধরে ইসরায়েলি দখলদারত্বের প্রতিরোধে ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে আসছে। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে চিরাচরিত অবস্থান পাল্টে ইসরায়েলের ঘনিষ্ঠ হয়েছেন।
এ অঞ্চলের অনেক ধর্মীয় ও রাজনৈতিক নেতা নাসরুল্লাহর হত্যাকাণ্ডের জন্য শোক প্রকাশ করেন। কেউ কেউ প্রতিবাদ হিসেবে রোববার তাদের নির্বাচনী প্রচারণাও স্থগিত করেন।
নিউজটি শেয়ার করুন