ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

কলার খোসা রোজ লাগান, যৌবন উপচে পড়বে

ডেইলি আর্থ অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:০৭:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
  • / 146

কলার খোসা

ডেইলি আর্থ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রোজ লাগান কলার খোসা, উপচে পড়বে যৌবন আমাদের মধ্যে অনেকেরই প্রিয় ফল কলা। প্রাতরাশ হোক বা দুপুরে লাগা হঠাৎ খিদে, স্মুদি বানানো হোক বা ফ্রুট কাস্টার্ড— সবেতেই পরে কলা। আর আপনি সেই উপকারী বহুল ব্যবহৃত কলার খোসাখানাই এরপর ফেলে দেন ডাস্টবিনে। যদিও এতে কী কী উপকার আছে সেটা জানেন না বলেই এই ভুল করেন।

একাধিক গবেষণায় দেখা গিয়েছে কলার খোসায় লুটেইন থাকে। এছাড়াও অ্যান্টি অক্সিডেন্ট এবং ক্যারোটিনয়েড রয়েছে। এছাড়াও রয়েছে ভিটামিন এ, বি, সি, ই, পটাসিয়াম, জিংক, আয়রন এবং ম্যাঙ্গানিজ।

ব্রণ কমাতে কলার খোসা খুবই উপকারি। কলার খোসা টুকরো করে কেটে নিন। এবার পরিষ্কার মুখে খোসার ভিতরের অংশ হালকা হাতে ম্যাসাড করতে থাকুন। যদি দেখেন খোসার গা কালো হয়ে গিয়েছে তবে আরেকটা টুকরো নিন। এভাবে পুরো মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট রেখে দিন। পুরোনো ব্রণের দাগও কমায় এটি। সাথে দেয় বলিরেখা মুক্ত ত্বক বাগান বা ব্যালকনির গাছে সার দিতেও কলার খোসা ব্যবহার করতে পারেন।

দুভাবে এটি তৈরি করা সম্ভব। একটা কলার খোসা টুকরে করে ১ বোতল জলে ভিজিয়ে রেখে দিন সরাসরি রোদ পড়ে না এমন জায়গায়। বোতলের মুখ অবশ্যই বন্ধ করে রাখবেন। ২-৩ দিন পর এটি ভালো করে ঝাঁকিয়ে সমপপরিমাণ জল মিশিয়ে গাছের গোড়ায় দিতে পারেন। আবার কলার খোসা শুকনো করে শুকিয়ে নিয়ে তা গুঁড়ো করে নিয়ে সরাসরি দিতে পারেন গাছের মাটিতে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কলার খোসা রোজ লাগান, যৌবন উপচে পড়বে

আপডেট সময় : ০৫:০৭:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

রোজ লাগান কলার খোসা, উপচে পড়বে যৌবন আমাদের মধ্যে অনেকেরই প্রিয় ফল কলা। প্রাতরাশ হোক বা দুপুরে লাগা হঠাৎ খিদে, স্মুদি বানানো হোক বা ফ্রুট কাস্টার্ড— সবেতেই পরে কলা। আর আপনি সেই উপকারী বহুল ব্যবহৃত কলার খোসাখানাই এরপর ফেলে দেন ডাস্টবিনে। যদিও এতে কী কী উপকার আছে সেটা জানেন না বলেই এই ভুল করেন।

একাধিক গবেষণায় দেখা গিয়েছে কলার খোসায় লুটেইন থাকে। এছাড়াও অ্যান্টি অক্সিডেন্ট এবং ক্যারোটিনয়েড রয়েছে। এছাড়াও রয়েছে ভিটামিন এ, বি, সি, ই, পটাসিয়াম, জিংক, আয়রন এবং ম্যাঙ্গানিজ।

ব্রণ কমাতে কলার খোসা খুবই উপকারি। কলার খোসা টুকরো করে কেটে নিন। এবার পরিষ্কার মুখে খোসার ভিতরের অংশ হালকা হাতে ম্যাসাড করতে থাকুন। যদি দেখেন খোসার গা কালো হয়ে গিয়েছে তবে আরেকটা টুকরো নিন। এভাবে পুরো মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট রেখে দিন। পুরোনো ব্রণের দাগও কমায় এটি। সাথে দেয় বলিরেখা মুক্ত ত্বক বাগান বা ব্যালকনির গাছে সার দিতেও কলার খোসা ব্যবহার করতে পারেন।

দুভাবে এটি তৈরি করা সম্ভব। একটা কলার খোসা টুকরে করে ১ বোতল জলে ভিজিয়ে রেখে দিন সরাসরি রোদ পড়ে না এমন জায়গায়। বোতলের মুখ অবশ্যই বন্ধ করে রাখবেন। ২-৩ দিন পর এটি ভালো করে ঝাঁকিয়ে সমপপরিমাণ জল মিশিয়ে গাছের গোড়ায় দিতে পারেন। আবার কলার খোসা শুকনো করে শুকিয়ে নিয়ে তা গুঁড়ো করে নিয়ে সরাসরি দিতে পারেন গাছের মাটিতে।