ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

‘পুষ্পা ২’ দেখতে গিয়ে পদদলিত হয়ে নারী নিহত

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:২৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
  • / 34
ডেইলি আর্থ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রিয় নায়ককে একটিবার সামনে থেকে দেখার ইচ্ছে। কিন্তু সেই ইচ্ছেই যে প্রাণ কেড়ে নেবে, তা আন্দাজও করতে পারেননি হায়দরাবাদের এক নারী। হায়দরাবাদে ‘পুষ্পা ২’ ছবির প্রিমিয়ারে ভিড়ের চাপে প্রাণ গেল রেবতী নামে ওই নারীর। গুরুতর আহত হয়েছে তার সন্তান।

রেবতী দিলসুখনগরের বাসিন্দা। স্বামী ভাস্করের সঙ্গে আল্লু অর্জুনের সিনেমার স্ক্রিনিংয়ে অংশ নিতে এসেছিলেন তিনি। সঙ্গে ছিল তাদের দুই সন্তান।

বৃহস্পতিবার মুক্তি পেল আল্লু অর্জুন, রাশমিকা মান্দানা অভিনীত ছবি ‘পুষ্পা ২’। বুধবার রাতে হায়দরাবাদে এই ছবির প্রিমিয়ারে সন্ধ্যা থিয়েটারের বাইরে অনুরাগীদের ভিড় উপচে পড়েছিল। ভিড় সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছিল স্থানীয় পুলিশ। সেই সময় উপস্থিত হন আল্লু অর্জুন। তাকে সামনে থেকে দেখতে গিয়েই দর্শকের উত্তেজনা শুরু হয়।

ভিড় এতটাই বেড়ে গিয়েছিল যে আল্লু অর্জুনও থিয়েটারের বাইরে দাঁড়িয়ে থাকতে পারেননি। এই পরিস্থিতিতেই পদদলিত হন ৩৯ বছর বয়সী রেবতী। এ সময় তার এক শিশু গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মাকে মৃত ঘোষণা করেন।

প্রসঙ্গত, হিন্দি, তামিল, তেলুগু, মালয়লম, কন্নড়ের ভাষায় মুক্তি পেল ‘পুষ্পা ২: দ্য রুল’। যা মুক্তির আগেই ৪০০ কোটির বেশি ব্যবসা করে ফেলেছে। দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির সিনে বিশেষজ্ঞদের মতে, এই ছবি ওপেনিং ডে-তেই কেজিএফ ২-এর ব্যবসার রেকর্ড ভেঙে চুরমার করবে। সূত্র: হিন্দুস্থান টাইমস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘পুষ্পা ২’ দেখতে গিয়ে পদদলিত হয়ে নারী নিহত

আপডেট সময় : ০৩:২৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪

প্রিয় নায়ককে একটিবার সামনে থেকে দেখার ইচ্ছে। কিন্তু সেই ইচ্ছেই যে প্রাণ কেড়ে নেবে, তা আন্দাজও করতে পারেননি হায়দরাবাদের এক নারী। হায়দরাবাদে ‘পুষ্পা ২’ ছবির প্রিমিয়ারে ভিড়ের চাপে প্রাণ গেল রেবতী নামে ওই নারীর। গুরুতর আহত হয়েছে তার সন্তান।

রেবতী দিলসুখনগরের বাসিন্দা। স্বামী ভাস্করের সঙ্গে আল্লু অর্জুনের সিনেমার স্ক্রিনিংয়ে অংশ নিতে এসেছিলেন তিনি। সঙ্গে ছিল তাদের দুই সন্তান।

বৃহস্পতিবার মুক্তি পেল আল্লু অর্জুন, রাশমিকা মান্দানা অভিনীত ছবি ‘পুষ্পা ২’। বুধবার রাতে হায়দরাবাদে এই ছবির প্রিমিয়ারে সন্ধ্যা থিয়েটারের বাইরে অনুরাগীদের ভিড় উপচে পড়েছিল। ভিড় সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছিল স্থানীয় পুলিশ। সেই সময় উপস্থিত হন আল্লু অর্জুন। তাকে সামনে থেকে দেখতে গিয়েই দর্শকের উত্তেজনা শুরু হয়।

ভিড় এতটাই বেড়ে গিয়েছিল যে আল্লু অর্জুনও থিয়েটারের বাইরে দাঁড়িয়ে থাকতে পারেননি। এই পরিস্থিতিতেই পদদলিত হন ৩৯ বছর বয়সী রেবতী। এ সময় তার এক শিশু গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মাকে মৃত ঘোষণা করেন।

প্রসঙ্গত, হিন্দি, তামিল, তেলুগু, মালয়লম, কন্নড়ের ভাষায় মুক্তি পেল ‘পুষ্পা ২: দ্য রুল’। যা মুক্তির আগেই ৪০০ কোটির বেশি ব্যবসা করে ফেলেছে। দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির সিনে বিশেষজ্ঞদের মতে, এই ছবি ওপেনিং ডে-তেই কেজিএফ ২-এর ব্যবসার রেকর্ড ভেঙে চুরমার করবে। সূত্র: হিন্দুস্থান টাইমস।