জর্ডানে বৃদ্ধাশ্রমে আগুন লেগে নিহত ৬
- আপডেট সময় : ০১:৩৮:০০ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
- / 10
জর্ডানের রাজধানী আম্মানের একটি বৃদ্ধাশ্রমে আগুন লাগার ঘটনায় ছয়জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৬০ জন। এর মধ্যে পাঁচজনের অবস্থাই গুরুতর। রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর এএফপির।
সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ওয়াফা বানি মুস্তাফাকে উদ্ধৃত করে সরকারি পেট্রা নিউজ এজেন্সি জানিয়েছে, শুক্রবার ভোরে বেসরকারি একটি বৃদ্ধাশ্রমের দ্বিতীয় তলায় আগুন লাগে।
ওয়াফা বানি মুস্তাফা বলেন, আগুনে ছয়জন বয়স্ক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন পাঁচজন এবং আহত আরও ৫৫ জনের আঘাত তেমন গুরুতর নয়।
হোয়াইট বেডস সোসাইটির (আল-আসিরা আল-বায়দা) কেন্দ্রের ৮০ বর্গমিটার (৮৬৯ বর্গফুট) এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়ে বলে জানানো হয়। সে সময় ওই বৃদ্ধাশ্রমে ১১১ জন বাসিন্দা ছিলেন।
সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী জানিয়েছেন, যাদের সেখান থেকে উদ্ধার করা হয়েছে তারা সবাই নিরাপদ রয়েছেন। কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে সে বিষয়টি তদন্ত করা হচ্ছে বলেও জানানো হয়।
নিউজটি শেয়ার করুন