ইসরায়েলের সঙ্গে চুক্তির প্রতিবাদ করায় গুগলের ২৮ কর্মচারী বরখাস্ত
- আপডেট সময় : ১১:৫১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
- / 72
ইসরায়েল সরকারের সঙ্গে হওয়া একটি চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ করায় গুগল অ্যালফাবেট ইঙ্ক-এর ২৮ কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে।
ইজরায়েলকে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ক্লাউড সার্ভিস দেবার জন্য আমাজন-এর সঙ্গে যৌথভাবে ১.২ বিলিয়ন আমেরিকান ডলারের এই চুক্তির বিরোধিতা করে প্রতিবাদ জানিয়েছিলেন গুগলের ওই ২৮ জন কর্মচারী। ব্লুমবার্গ-এর এক প্রতিবেদনে একথা জানানো হয়েছে।
গত মঙ্গলবার নিউ ইয়র্ক শহর, সিয়াটেল এবং ক্যালিফোর্নিয়ার সানিভেলে যৌথভাবে ‘নো টেক ফর অ্যাপারথেড অর্গানাইজেশন’ নাম দিয়ে এই বিক্ষোভ প্রদর্শিত হয়েছিল। ওইদিন বিক্ষুব্ধরা প্রায় ১০ ঘণ্টা ধরে এই চুক্তির বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ করে এবং পুরো ঘটনার লাইভস্ট্রিমিং করা হয়। যে ঘটনার পর বিক্ষোভে জড়িত ৯ জনকে অনধিকার প্রবেশের অভিযোগ এনে গ্রেপ্তার করা হয়।
এই ঘটনার পরেই বিক্ষোভের সঙ্গে কর্মীদের গুগলের পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়। এমনকি যারা আন্দোলনের সমর্থক, কিন্তু সরাসরি অবস্থান বিক্ষোভে অংশ নেননি তাদের কাছেও নোটিশ যায় সংস্থার এমপ্লয়ি রিলেশনশ গ্রুপের পক্ষ থেকে। এদের সকলকেই ছুটিতে যেতে নির্দেশ দেওয়া হয়। বুধবার সন্ধ্যায় এই কর্মীরা জানতে পারেন সংস্থার পক্ষ থেকে তাদের ছাঁটাই করা হয়েছে।
নিউজটি শেয়ার করুন