মার্কিন শপিং সেন্টারে অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৫ শতাধিক প্রাণীর
- আপডেট সময় : ০১:০৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
- / 6
যুক্তরাষ্ট্রের ডালাসে একটি শপিং সেন্টারে আগুন লেগে ৫০০টিরও বেশি প্রাণীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় গতকাল শুক্রবার সকালে। মৃত প্রাণীদের মধ্যে বেশিরভাগই ছোট পাখি ছিল বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
ডালাস ফায়ার-রেসকিউ মুখপাত্র জেসন ইভান্স এক বিবৃতিতে বলেছেন, উত্তর-পশ্চিম ডালাসের প্লাজা লাতিনায় পোষা প্রাণীর দোকানে ৫৭৯টি প্রাণী ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে মারা গেছে।
আগুনের শিখা পশুদের কাছে পৌঁছায়নি। মুরগি, হ্যামস্টার, দুটি কুকুর এবং দুটি বিড়ালও মারা গেছে বলে ইভান্স জানিয়েছেন।
তিনি আরো জানান, আগুন প্রায় দুই ঘণ্টা ধরে জ্বলছিল এবং প্রায় ৪৫ জন দমকলকর্মী সকাল ১১ টার দিকে আগুন নিভিয়ে ফেলে বলে ইভান্স জানান। কর্মীরা অনুসন্ধান ও উদ্ধারের চেষ্টা করলেও দুর্ভাগ্যবশত ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে দোকানের সকল প্রাণী মারা যায়।
আগুনে কোনো মানুষ হতাহত হয়নি।
ইভান্স বলেন, ‘আগুনে আংশিকভাবে ধসে পড়েছে ভবনের ছাদ। ফলে একতলা শপিং সেন্টারের কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’ আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা যায়নি।
এ ঘটনা তদন্তাধীন রয়েছে বলে ইভান্স বলেছেন।
সূত্র : এপি
নিউজটি শেয়ার করুন