শিরোপার আরও কাছে পিএসজি
- আপডেট সময় : ১০:২৪:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪
- / 66
ফ্রান্সের শীর্ষ প্রতিযোগিতা লিগ আঁ জেতার কাছাকাছিই আছে পিএসজি। নিকটতম প্রতিদ্বন্দ্বীদের চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে চূড়ায় তারা। সাফল্য যখন হাতছানি দিচ্ছে, তখন শান্ত থাকতে চাইছেন লুইস এনরিকে। লিগ শিরোপা জেতা নিয়ে কোনো ধরনের তাড়াহুড়া করতে নারাজ এই স্প্যানিশ কোচ।
চলতি মৌসুমে চারটি শিরোপা জয়ের সুযোগ রয়েছে পিএসজির সামনে। গত জানুয়ারিতে তারা জিতেছে ফরাসি সুপার কাপ। গত সপ্তাহে বার্সেলোনাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে উঠেছে তারা। ফরাসি কাপের ফাইনালেও খেলবে দলটি।
এবার লিয়নকে ৪-১ গোলে হারিয়ে শিরোপার আরও কাছাকাছি চলে গেছে রাজধানীর ক্লাবটি।
গতকাল রোববার রাতে ঘরের মাঠে লিয়নের বিপক্ষে সবগুলো গোলই ম্যাচের প্রথমার্ধে করে পিএসজি। লিয়নের করা একমাত্র গোলটিও ছিল প্রথমার্ধেই। অর্থাৎ ম্যাচের ৫ গোলের সবগুলোই প্রথমার্ধে।
২৯ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে বরাবরের মতো টেবিলের শীর্ষে আছে পিএসজি। সমান ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে এএস মোনাকো। আর ৪৪ পয়েন্ট নিয়ে অষ্টমস্থানে আছে লিয়ন।
নিউজটি শেয়ার করুন