ঢাকা ১২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

 

অলিখিত ফাইনালে নেতৃত্ব মিরাজের কাঁধে

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪৬:২৪ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
  • / 14
ডেইলি আর্থ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

সিরিজের প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয়টি জিতে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। ফলে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেটি অলিখিত ফাইনালেই রূপ নিয়েছে। শারজায় সেই ফাইনালে আজ সিরিজ জয়ের লক্ষ্যে নামবে টাইগাররা। তবে সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশের জন্য দুঃসংবাদ শান্তর চোট।

এর মধ্যে জানা গেছে শেষ ওয়ানডেতে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে পাচ্ছে না বাংলাদেশ। কুঁচকির চোটে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন শান্ত। তার অনুপস্থিতিতে আজ বাংলাদেশ দলের নেতৃত্বে দেখা যাবে মেহেদী হাসান মিরাজকে।

সম্প্রতি মাঠের পারফরম্যান্স ভালো যাচ্ছে না বাংলাদেশ দলের।

পাকিস্তানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পরেই এই দুর্দশার শুরু। ভারতে টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজে তুলাধোনা হওয়ার পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার সামনেও বিধ্বস্ত হন নাজমুলরা। সংযুক্ত আরব আমিরাতেও চলমান সিরিজের প্রথম ম্যাচ হেরে শুরুটা ভালো হয়নি সফরকারীদের। টানা আটটি ম্যাচ হারের পর অবশেষে হারের বৃত্ত ভাঙেন মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদরা।

সিরিজ জয়ের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের দুর্ভাবনা সেই পুরনো রোগ, ব্যাটিং ব্যর্থতা। দ্বিতীয় ওয়ানডেতেও থিতু হয়ে ইনিংস বড় করতে পারেননি তানজিদ হাসান, সৌম্য সরকাররা।

মিডল অর্ডারের ব্যাটাররা রান-খরা থেকে বের হতে পারছেন না। সপ্তম উইকেটে অভিষিক্ত ব্যাটার জাকের আলী ও এক বছর পর দলে ফেরা নাসুম আহমেদের ৪৬ রানের জুটি না দাঁড়ালে হয়তো আজকের অলিখিত ফাইনালের এমন উপলক্ষ তৈরি করতে পারত না বাংলাদেশ দল।

আফগানদের বিপক্ষে অবশ্য পরিসংখ্যান বেশ সমৃদ্ধ বাংলাদেশ দলের।

ওয়ানডেতে ১৮ ম্যাচের ১১টি জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা। দুই দল এর আগে যে চারটি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে, সেখানে তিনটি জিতেছে বাংলাদেশ। এবার সেই পরিসংখ্যান আরেকটু সমৃদ্ধ সুযোগ নাজমলুদের সামনে।

 

নিউজটি শেয়ার করুন

 

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

 

ট্যাগস :

 

 

অলিখিত ফাইনালে নেতৃত্ব মিরাজের কাঁধে

আপডেট সময় : ১২:৪৬:২৪ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪

 

সিরিজের প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয়টি জিতে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। ফলে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেটি অলিখিত ফাইনালেই রূপ নিয়েছে। শারজায় সেই ফাইনালে আজ সিরিজ জয়ের লক্ষ্যে নামবে টাইগাররা। তবে সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশের জন্য দুঃসংবাদ শান্তর চোট।

এর মধ্যে জানা গেছে শেষ ওয়ানডেতে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে পাচ্ছে না বাংলাদেশ। কুঁচকির চোটে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন শান্ত। তার অনুপস্থিতিতে আজ বাংলাদেশ দলের নেতৃত্বে দেখা যাবে মেহেদী হাসান মিরাজকে।

সম্প্রতি মাঠের পারফরম্যান্স ভালো যাচ্ছে না বাংলাদেশ দলের।

পাকিস্তানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পরেই এই দুর্দশার শুরু। ভারতে টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজে তুলাধোনা হওয়ার পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার সামনেও বিধ্বস্ত হন নাজমুলরা। সংযুক্ত আরব আমিরাতেও চলমান সিরিজের প্রথম ম্যাচ হেরে শুরুটা ভালো হয়নি সফরকারীদের। টানা আটটি ম্যাচ হারের পর অবশেষে হারের বৃত্ত ভাঙেন মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদরা।

সিরিজ জয়ের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের দুর্ভাবনা সেই পুরনো রোগ, ব্যাটিং ব্যর্থতা। দ্বিতীয় ওয়ানডেতেও থিতু হয়ে ইনিংস বড় করতে পারেননি তানজিদ হাসান, সৌম্য সরকাররা।

মিডল অর্ডারের ব্যাটাররা রান-খরা থেকে বের হতে পারছেন না। সপ্তম উইকেটে অভিষিক্ত ব্যাটার জাকের আলী ও এক বছর পর দলে ফেরা নাসুম আহমেদের ৪৬ রানের জুটি না দাঁড়ালে হয়তো আজকের অলিখিত ফাইনালের এমন উপলক্ষ তৈরি করতে পারত না বাংলাদেশ দল।

আফগানদের বিপক্ষে অবশ্য পরিসংখ্যান বেশ সমৃদ্ধ বাংলাদেশ দলের।

ওয়ানডেতে ১৮ ম্যাচের ১১টি জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা। দুই দল এর আগে যে চারটি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে, সেখানে তিনটি জিতেছে বাংলাদেশ। এবার সেই পরিসংখ্যান আরেকটু সমৃদ্ধ সুযোগ নাজমলুদের সামনে।