আফতাবনগর নিয়ে দুই সিটির রশি টানাটানি
রাজধানীতে কোরবানির ১৯ হাটের ইজারা বিজ্ঞপ্তি
- আপডেট সময় : ১০:৫৬:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪
- / 112
ঈদুল আজহা সামনে রেখে রাজধানীতে পশুর হাট বসানোর প্রস্তুতি নিচ্ছে সিটি করপোরেশন। কোরবানির পশু বিক্রির জন্য ১৯টি স্থান নির্ধারণ করে ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তবে আফতাবনগরে হাট বসানো নিয়ে এবারও রশি টানাটানি শুরু হয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মধ্যে। আফতাবনগরের সাতটি ব্লকে পশু কেনাবেচার জন্য টেন্ডার আহ্বান করেছে দুটি করপোরেশন।
দুই বিজ্ঞপ্তি দেখে ইজারা নিতে আগ্রহীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। অন্যদিকে আফতাবনগরে হাট বসানোর অনুমতি না দিতে দুই সিটি করপোরেশনের মেয়রদের কাছে চিঠি দিয়েছে জহুরুল ইসলাম সিটি সোসাইটি (আফতাবনগর সোসাইটি)। ইতোমধ্যে আইনজীবীর মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়, সিটি করপোরেশন ও রাজউকের কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ সোমবার উচ্চ আদালতে এ নিয়ে রিট আবেদন করা হবে।
গত ৪ এপ্রিল ১১টি স্থানে কোরবানি পশুর অস্থায়ী হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এতে আফতাবনগর (ইস্টার্ন হাউজিং) ব্লক-ই, এফ, জি ও এইচ সেকশন-১ ও ২-এর খালি জায়গা অস্থায়ী পশুর হাটের জন্য ২ কোটি ৫৫ লাখ ৯৯ হাজার টাকা সরকারি মূল্য নির্ধারণ করে। শিডিউল মূল্য ধরা হয় ৫১ হাজার ৮০০ টাকা।
অন্যদিকে গত ১৬ এপ্রিল ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ৯টি স্থানে কোরবানির পশুর অস্থায়ী হাটের যে ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, তাতে আছে এই হাটের নাম। বাড্ডা ইস্টার্ন হাউজিং আফতাবনগরের ব্লক-ই, এফ, জি, এইচ, এল, এম, এনসহ তৎসংলগ্ন খালি জায়গা হাটের সরকারি দর ১ কোটি ৭৪ লাখ ২ হাজার ৭২৭ টাকা নির্ধারণ করা হয়েছে। শিডিউল মূল্য ধরা হয়েছে ৩৫ হাজার ৫০০ টাকা। এ পরিস্থিতিতে ইজারা নিতে আগ্রহীরা কোথায় শিডিউল জমা দেবেন, তা ভেবে পাচ্ছেন না।
নাম প্রকাশ না করার শর্তে একজন ইজারাদার বলেন, বেশ কয়েক বছর ধরে আফতাবনগরের হাট ডিএনসিসি পরিচালনা করে আসছে। হঠাৎ ডিএসসিসি ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করায় তিনি বিস্মিত। এ প্রসঙ্গে জানতে চাইলে ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা কারজাই মোহাম্মদ ফারাবী বলেন, ‘দুই সিটি করপোরেশন বিভক্তির পর ওয়ার্ড ও মৌজা নির্ধারণ করা হয়েছে। কিন্তু হাউজিং সোসাইটি এলাকাটির উন্নয়নের সময় বিভিন্ন ব্লকে ভাগ করে জটিলতা সৃষ্টি হয়েছে।
আমরা ডিএসসিসির নির্দিষ্ট এলাকায় চারটি ব্লকে হাটের ইজারা বিজ্ঞপ্তি দিয়েছি। পরে ডিএনসিসি এ চারটি ব্লকসহ সর্বমোট সাতটি ব্লকে ইজারা বিজ্ঞপ্তি দেয়। আমরা চারটি ব্লকের ডিএসসিসির নির্ধারিত জায়গাতেই হাট সীমাবদ্ধ রাখব। এর আগেও দুই সিটি করপোরেশন এখানে হাট বসিয়েছে। কিন্তু ইজারাদাররা এক জায়গায় ইজারা নিয়ে অন্য জায়গার মধ্যেও হাট বসাতে চায়। তাই তারাই এটি নিয়ে প্রশ্ন তুলছে। এলাকাবাসী যদি সেখানে হাট না চায়, তবে সেটিও বিবেচনায় রাখা হবে। তারা আইনি প্রক্রিয়ায় আবেদন করলে সিটি করপোরশনও আইনি প্রক্রিয়ায় যাবে।
ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খাইরুল আলম বলেন, ‘ডিএনসিসির ভৌগোলিক সীমানার মধ্যেই কোরবানির অস্থায়ী পশুর হাটের ইজারা দেওয়া হয়েছে। ডিএসসিসি এখন ডিএনসিসির ভৌগোলিক এলাকায় কী কারণে কী বুঝে পশুর হাটের ইজারা বিজ্ঞপ্তি দিয়েছে, তা বোধগম্য নয়। আমরা ডিএসসিসিকে আফতাবনগরে পশুর হাটে ইজারা না দিতে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছি।’ আফতাবনগরে পশুর হাট বসাতে স্থানীয়দের আপত্তি জানিয়ে মেয়রের কাছে চিঠি ও আইনি নোটিশের বিষয়ে তিনি বলেন, এলাকাবাসীর আপত্তি থাকলে বাস্তবতা বুঝে সিদ্ধান্ত হবে।
হাট না বসাতে আইনি নোটিশ
গত বছর আফতাবনগরে হাটের ইজারা দেয় ডিএনসিসি। তখন স্থানীয়দের আবেদনের পরিপ্রেক্ষিতে হাট না বসানোর নির্দেশ দেন উচ্চ আদালত। তবে ঈদের আগে ওই আদেশ স্থগিত করা হয়। ডিএনসিসির ইজারাদার হাট পরিচালনা করেন। এবার স্থানীয়দের পক্ষে আইনজীবী ইউনুস আলী আকন্দ সংশ্লিষ্টদের নামে আইনি নোটিশ পাঠিয়েছেন। তিনি বলেন, আফতাবনগরে আবাসিক এলাকায় পরিবেশ নষ্ট হবে জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, দুই সিটি করপোরেশনের মেয়র ও প্রধান সম্পত্তি কর্মকর্তা, রাজউক চেয়ারম্যান ও ঢাকা জেলা প্রশাসকের কাছে। কাল (আজ) সোমবার উচ্চ আদালতে রিট করা হবে।
ঈদের দিনসহ ৫ দিন বসবে হাট
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ঈদের দিনসহ ৫ দিনের জন্য কোরবানি পশুর অস্থায়ী হাট বসানো যাবে। একই সঙ্গে ইজারা মূল্যের ১০ শতাংশ হারে পরিচ্ছন্নতা ফি দিতে হবে। তাছাড়া ইজারাদারকে ১০ শতাংশ আয়কর এবং ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে। হাট ইজারা পাওয়ার তিন দিনের মধ্যে সব টাকা পরিশোধ করতে হবে বলে শর্ত দিয়েছে সিটি করপোরেশন। ডিএসসিসির দরপত্র জমা নেওয়া হবে ৩০ এপ্রিল, ১৫ মে এবং ২৯ মে। ডিএনসিসির দরপত্র জমা ৩০ এপ্রিল, ১৫ মে, ২৮ মে এবং ৪ জুন।
নিউজটি শেয়ার করুন