আজ বাংলাদেশ সফরে আসছেন কাতারের আমির
- আপডেট সময় : ১১:০১:১১ পূর্বাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪
- / 99
আজ দুই দিনের সফরে বাংলাদেশ সফরে আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। জানুয়ারিতে সরকার গঠনের পর মধ্যপ্রাচ্যের কোনো দেশ থেকে এটি প্রথম উচ্চ পর্যায়ের সফর। আর ২০০৫ সালের পর কাতারের কোনো আমির ঢাকা সফরে আসছেন।
সোমবার (২২ এপ্রিল) কাতারের আমিরের সফরে দুই দেশের মধ্যে ১১টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সই হবে, এর মধ্যে ছয়টি চুক্তি ও পাঁচটি এমওইউ রয়েছে। তার সফরে বাণিজ্য ও বিনিয়োগে অগ্রাধিকার পাওয়ার পাশাপাশি ইরান-ইসরায়েলের সাম্প্রতিক সংঘাতের আবহে বেশ গুরুত্বের সঙ্গে আলোচনা হবে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে।
আজ বিকেলে বা সন্ধ্যা নাগাদ একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসবেন কাতারের আমির। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আমিরকে বিমানবন্দরে রাষ্ট্রীয় অতিথি হিসেবে স্বাগত জানাবেন এবং বিমানবন্দরে আমিরকে গার্ড অব অনার প্রদান করা হবে।
সফরের দ্বিতীয় দিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন কাতারের আমির। দুই শীর্ষ নেতার বৈঠকের পর দুই দেশের মধ্যে ১১টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সই হবে।
কাতারের আমির মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ ও রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজে অংশ নেবেন। এদিন সন্ধ্যায় বিশেষ বিমানযোগে ঢাকা ত্যাগ করবেন আমির।
ঢাকায় আমিরের নামে সড়ক
কাতারের আমিরের নামে ঢাকায় একটি সড়কের নামকরণ করা হবে। এ বিষয়ে রোববার সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান, মিরপুরের কালশী এলাকার বালুর মাঠের নির্মিতব্য পার্ক ও মিরপুর ইসিবি চত্বর থেকে কালশী উড়ালসড়ক পর্যন্ত সড়কটি কাতারের আমিরের নামে নামকরণ করা হবে।
নিউজটি শেয়ার করুন