বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংক লুট: অভিযানে পুলিশ-বিজিবি, যোগ দেবে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ১১:০৬:০৯ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪
- / 136
বুধবার (৩ এপ্রিল) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
ডেইলি আর্থ রিপোর্ট
বান্দরবানের রুমা ও থানচিতে ৩ ব্যাংকে ডাকাতির ঘটনায় সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, ইদানীং আমরা দেখছি কুকি-চিন আবারও মাথাচাড়া দিচ্ছে। ব্যাংক লুট করে চলে যাওয়ার পরপরই পুলিশ ও বিজিবি সেখানে অভিযান চালাচ্ছে। প্রয়োজনে সেনাবাহিনীর সদস্যরাও যোগ দেবেন।
বুধবার (৩ এপ্রিল) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে থানচি বাজারে ও মঙ্গলবার রাতে রুমায় এসব ডাকাতির ঘটনা ঘটে।
তিনি বলেন, ব্যাংকে ডাকাতির ঘটনায় কুকি চিন নামে একটি জঙ্গি সংগঠন জড়িত বলে জানা গেছে। তবে এ বিষয়ে এখনও বিস্তারিত তথ্য জানা যায়নি। পুলিশ মহাপরিদর্শকের নেতৃত্বে একটি টিম সেখানে রয়েছে। তারা সার্বিক দিক খতিয়ে দেখছে।
তিনি বলেন, কুকি-চিনের সন্ত্রাসীরা রুমাতে বিদ্যুতের সাবস্টেশন বন্ধ করে সোনালী ব্যাংকে হামলা চালায়। সেইসময় পুলিশ এবং আইন শৃঙ্খলার দায়িত্বে যারা ছিলো তারা তারাবির নামাজ পড়ছিল। আজকে থানচিতে কৃষি ব্যাংক ও সোনালী ব্যাংকেও তারা ডাকাতির চেষ্টা করেছে। এটা প্রতিরোধে যা যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন সব ব্যবস্থা নেওয়া হবে। সব বিষয় দেখা হচ্ছে।
সীমান্ত হত্যা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সীমান্ত হত্যা বন্ধে সেখানে অস্ত্র ব্যবহার না করার জন্য ভারতের সঙ্গে আলোচনা চলছে। মূলত অবৈধ ব্যবসার জন্য যাতায়াতকারী দুদেশের নাগরিকই এ ঘটনার শিকার হয়ে থাকেন। সীমান্ত হত্যা বা গোলাগুলি বন্ধে সরকার তারপর রয়েছে বলেও জানান মন্ত্রী।
নিউজটি শেয়ার করুন